আজকাল ওয়েবডেস্ক: বাইক দুর্ঘটনায় কলার বোন ভেঙে বসলেন প্যারিস সাঁ জাঁ কোচ লুইস এনরিকে। সোশ্যাল মিডিয়ায় পিএসজি জানিয়েছে, শুক্রবার বাইক দুর্ঘটনায় কলারবোন ভেঙে যায়। অস্ত্রোপচার হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচের।
অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন এনরিকে, সেই সম্পর্কে বিশদে জানায়নি পিএসজি। প্রায়ই প্যারিসের রাস্তায় বাইক নিয়ে ঘুরতে দেখা যায় তাঁকে। সেই এনরিকেই দুর্ঘটনায় আক্রান্ত হলেন।
শুধু মেয়ের জনই তিনি প্যারিস সাঁ জাঁ-কে চ্যাম্পিয়ন করাতে চেয়েছিলেন। শুধু মেয়ের জন্যই আরও একবার তিনি পার্টি করতে চেয়েছিলেন। লুইস এনরিকের সেই ইচ্ছাপূরণ হয়েছে। ইন্টার মিলানকে বিধ্বস্ত করে ইউরোপসেরা হয় এনরিকের পিএসজি।
আরও পড়ুন: মেসির নায়ক হওয়ার দিনে বাঙালি 'মেসি'র জন্য ভেসে এল সুখবর, ইস্টবেঙ্গল সমর্থকের মেয়ের ফুটবল-যাত্রা শুরু
তাঁর প্যারিস সাঁ জাঁ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিলানকে। একপেশে ম্যাচ জেতার পরে দুই হাত তুলে উদযাপন করেন এনরিকে। কোথাও খুঁজছেন তাঁর মেয়েকে। এমন সাররিয়ালিস্ট ছবি খেলার মাঠ বারংবার ফিরিয়ে দেয়।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর আগে কোনও দল এত বড় ব্যবধানে জিততে পারেনি। সেদিক থেকে দেখলে রেকর্ডই বলা যায় পিএসজির এই জয়কে। ইউরোপসেরা হওয়ার জন্য জন্মলগ্ন থেকেই স্বপ্নের বীজ বুনেছিল পিএসজি। বিশ্বের তারকাদের এক জায়গায় এনেও প্যারিস ঘরে তুলতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ। প্রতীক্ষার অবসান ঘটালেন এনরিকে। বার্সেলোনার কোচ থাকার সময়ে এই এনরিকেই ত্রিমুকুট জিতেছিলেন। প্যারিস সাঁ জাঁও ত্রিমুকুট জিতল।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এনরিকে জিতলেন শনিবার রাতে। এক দশক আগে বার্লিনের মাটিতেও তিনি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর মেয়ে জানা বার্সার পতাকা হাতে ঘুরছিল। আর মেয়ের কাণ্ডকারখানা দূরে দাঁড়িয়ে দেখতে দেখতে হেসেছিলেন এনরিকে। এবারও একই দৃশ্য। কিন্তু এবার আর তাঁর সঙ্গে নেই মেয়ে।
ইন্টারকে উড়িয়ে দেওয়ার পরে এনরিকের পরনে ছিল জানা ফাউন্ডেশনের কালো টি শার্ট। সেই শার্টে রয়েছে, বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ। এনরিকে আবেগ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। সেখানে ভেসে ওঠে এনরিকে ও তাঁর প্রয়াত কন্যা জানাকে নিয়ে বানানো বড় এক টিফো।
মাঠে এনরিকে পিএসজি-র পতাকা পুঁতছেন আর ছোট্ট জানা তাঁরই পাশে দাঁড়িয়ে। এনরিকে কন্যা পরে রয়েছে পিএসজির ৮ নম্বর জার্সি। এহেন এনরিকে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে গিলদের বিশেষ বার্তা, কী বললেন গম্ভীর?
