আজকাল ওয়েবডেস্ক: দেশের তারকা ক্রিকেটার তিনি। তাঁর বিরুদ্ধে ডাকাতির বড় অভিযোগ আনা হল। যা একই সঙ্গে ক্রিকেটবিশ্বে আলোড়ন তৈরি করছে। তিনি কিপলিন ডরিগা। পাপুয়া নিউ গিনির তারকা ক্রিকেটার তিনি।
ক্রিকেট বিশ্বকাপের চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে বড় ধরনের বিপদে পড়লেন তিনি। সেন্ট হেলিয়ায় এক বড় ডাকাতি হয়। এদিকে ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল। সেই ম্যাচে অংশ নেন ডরিগা। কুয়েতের বিপক্ষে ম্যাচে তিনি ছিলেন প্রথম একাদশেও। ২৯ বলে করেছিলেন ১২ রান।
আরও পড়ুন: একনম্বর তারকাকে বাদ, টি-২০ বিশ্বকাপে রায়নার পছন্দের ওপেনিং জুটি অবাক করবে
অথচ সেই ডরিগাকে ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয় ডাকাতির অভিযোগে। তিনি নাকি সেই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। বিষয়টির গুরুত্ব বুঝে রয়্যাল কোর্টে পাঠানো হয়েছে। ২৮ নভেম্বর ডরিগাকে উপস্থিত থাকতে হবে। তাঁর জামিন প্রত্যাখ্যাত হয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে থাকতে হবে শ্রীঘরেই।
পাপুয়া নিউ গিনির হয়ে ডরিগা ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির প্রতিনিধিত্বও করেন তিনি। সেই ক্রিকেটারই বড় সড় অভিযোগে শ্রীঘরে।
চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার জন্য সপ্তাহখানেক আগে জার্সিতে পৌঁছয় পাপুয়া নিউগিনি দল। ‘এ’ গ্রুপে তারা। চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে তারা। আরেকটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
দোরিগা গত শুক্র ও রবিবার প্রথম দুটি ম্যাচ খেলেন। ডেনমার্কের বিরুদ্ধে করেন ৬৮ রান, কুয়েতের বিরুদ্ধে খেলার পরদিন সকালেই দোরিগা ডাকাতিতে অংশ নেন। আটক হওয়ায় কেনিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেননি।
কাতারের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনি। সেই ম্যাচে খেলতে পারবেন না ডরিগা।
