আজকাল ওয়েবডেস্ক: ইমাদ ওয়াসিমের অবসর ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন পাকিস্তানের আরও এক তারকা ক্রিকেটার। সতীর্থের অবসর ঘোষণার পরের দিন, শনিবার, ঠিক একইভাবে ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মহম্মদ আমির। 

এবার অবসরের মিছিলে নতুন নাম মহম্মদ ইরফান। সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসেবে যিনি পরিচিত ছিলেন। পাকিস্তানের হয়ে ৮৬ ম্যাচে ১০৯টি উইকেট ইরফানের দখলে।

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিন ক্রিকেটারের অবসর নিয়ে প্রবল চর্চা হচ্ছে। ইরফান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ।'' 

ইরফান ৪২ বছর বয়সে অবসর নিয়েছেন। এতদিন পরে কেন জুতো জোড়া তুলে রাখলেন সেটা নিয়েই চর্চা হতে পারে। ইরফান পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১০৯টি। ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আবির্ভাব ইরফানের। ২০১২–১৩ মরশুমের ভারত সফর আলাদা পরিচিতি দিয়েছিল ইরফানকে। 

উচ্চতার জন্যই তাঁকে মজা করে ‘টাওয়ার অব ক্রিকেট’ নামে ডাকা হত।  ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার ইরফানই সবচেয়ে লম্বা ক্রিকেটার।