আজকাল ওয়েবডেস্ক: শান মাসুদদের লজ্জাজনক হারের পর তোলপাড় পাকিস্তান ক্রিকেট। সমালোচনার তীরে বিদ্ধ ক্রিকেটার থেকে বোর্ড প্রধান। এবার দলেরই এক ক্রিকেটারের বিরুদ্ধে সোচ্চার হলেন বাসিত আলি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জঘন্য পারফরম্যান্সের জন্য আবদুল্লাহ শফিককে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। দলের হারের পেছনে পাক ওপেনারের ব্যর্থতাকে দায়ী করলেন। বাসিত বলেন, 'আমি যদি ড্রেসিংরুমে থাকতাম, আমি আবদুল্লাহ শফিককে বলতাম ব্যাগ গুছিয়ে চলে যেতে। ওর শটের জন্যই পাকিস্তান ম্যাচটা হেরেছে। ৩৭ রান করার পর এমন একটা শট মেরে নিজের উইকেট ছুড়ে দিল। শান মাসুদের উচিত শফিককে শাস্তি দেওয়া। এটা পাকিস্তান দল, তোমার স্থানীয় দল নয়। ভুল কম্বিনেশন খেলানো হয়েছে।' শুধুমাত্র শফিক নিজের উইকেট ছুড়ে দেয়নি। নাসিম শাহও ভুল শট খেলে আউট হন। উইকেট ধরে খেলার বদলে বড় শট মারতে যান। গ্যারি কার্স্টেনের পর জেসন গিলেসপির ভুলও ধরিয়ে দেন পাকিস্তানের প্রাক্তনী। বাসিত বলেন, 'গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেসপি নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। দু'জনেই ভুল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে ভুল করেন কার্স্টেন। জেসন পিচ বুঝতে ভুল করেন।'
৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। মহম্মদ রিজওয়ানের দ্বিশতরানের জন্য অপেক্ষা করেননি অধিনায়ক শান মাসুদ। এটাই কাল হল। প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়ে নেয় বাংলাদেশ। ডাহা ব্যর্থ পাকিস্তানের পেসাররা। পঞ্চম দিনে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। কিন্তু একটা দিক ধরে ছিলেন আবদুল্লাহ শফিক। উইকেটের অন্য প্রান্তে ছিলেন মহম্মদ রিজওয়ান। সম্মানজনক রান করার দিকেই এগোচ্ছিল পাকিস্তান। কিন্তু শাকিব আল হাসানের বলে একটা বাজে শট খেলে নিজের উইকেট ছুড়ে দেন শফিক। উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে যান। যার কোনও প্রয়োজনই ছিল না। বাসিত মনে করেন, এই শটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
