আজকাল ওয়েবডেস্ক:‌ সব ঘরানার ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হতে চলেছেন সলমন আলি আঘা। ইতিমধ্যেই তিনি টি২০ দলের অধিনায়ক। এখন শোনা যাচ্ছে টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কও তিনি হতে পারেন।


এই মুহূর্তে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। আর ওয়ানডে দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। শোনা যাচ্ছে এই দু’‌জনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিবর্তে তিন ঘরানাতেই এক অধিনায়ক রাখার পক্ষপাতী তারা। আর সেক্ষেত্রে অধিনায়ক হতে পারেন সলমন আলি আঘা।


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্যান্সের পর চাপে রয়েছেন রিজওয়ান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজেও তারা ঘরাশায়ী হয়। 
পাশাপাশি মাসুদের টেস্ট অধিনায়কত্বও আতসকাঁচের নিচে রয়েছে। দুটো ম্যাচ তারা মাত্র ড্র করতে পেরেছে। ১২ টেস্টে জয় মাত্র তিনটিতে। বাংলাদেশের কাছেও সিরিজ হারতে হয়েছিল পাকিস্তানকে। 


এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘‌লাল বলের ক্রিকেটেও অধিনায়ক হতে চলেছে। রইল অভিনন্দন।’‌ তবে শোনা যাচ্ছে টেস্টে দলের অধিনায়ক হতে পারেন সৌদ সাকিলও। তবে পাল্লা ভারি ব্যাটার সলমন আলি আঘার।