আজকাল ওয়েবডেস্ক: লেজেন্ডস লিগে গ্রুপের ম্যাচ তো বটেই, সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি যুবরাজ, ধাওয়ানরা। আর এই ঘটনার পরেই বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানানো হয়েছে, আগামিদিনে কোনও প্রাইভেট লিগের ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যাবে না।
 
 সূচি অনুযায়ী ব্রিটেনে আয়োজিত লেজেন্ডস লিগের সেমিফাইনালে ভারত–পাক দ্বৈরথ হওয়ার কথা ছিল ৩১ জুলাই। যেখানে পাকিস্তানের মুখোমুখি হতে রাজি হয়নি যুবরাজদের ভারতীয় দল। ফলে বিনাযুদ্ধে সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। তবে ভারতের এহেন সিদ্ধান্তের পরই বড় পদক্ষেপ করছে পিসিবি। খবর এমনটাই। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন বোর্ডের কর্তারা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত প্রাইভেট লিগে পাক দল অংশ নেয়, সেখানে কোনওভাবেই আর দেশের নাম অর্থাৎ ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করা যাবে না। অন্য নাম নিয়ে খেলতে হবে দলকে।
 
 চলতি লেজেন্ডস লিগে দু’বার পাকিস্তানের বিরুদ্ধে খেলায় আপত্তি জানিয়েছিল ভারত। প্রথমে গ্রুপ পর্বে, পরে সেমিফাইনালে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিখর ধাওয়ান সাফ জানিয়ে দেন, সেমিফাইনাল হোক বা ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত বদল হবে না। ধাওয়ানদের এমন দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের পরেই নড়েচড়ে বসল পিসিবি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দল দু’বার খেলতে রাজি না হওয়ায় ‘পাকিস্তান’ নামটিরও অপমান হয়েছে। আর সেই কারণেই ভবিষ্যতে নামটি ব্যবহার করতে দেওয়া হবে না। কোনও ফ্র্যাঞ্চাইজি তা ব্যবহারের চেষ্টা করলে আইনি পদক্ষেপও করা হবে বলে খবর। তবে আজ শনিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান চ্যাম্পিয়ন্স নাম নিয়েই ফাইনালের লড়াইয়ে নামবে দল।
আরও পড়ুন: পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করতে দিতে হবে এই টাকা, অঙ্কটা শুনে পিসিবি’র মাথায় হাত
 
 এদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সাম্প্রতিক বৈঠকের পর জানিয়ে দিয়েছে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। কিন্তু সেখানে ভারত–পাকিস্তান ম্যাচ হবে কি না, তা নিয়ে সংশয় এখনও কাটেনি। এই পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে আবার টালবাহানা শুরু হয়েছে। সূত্রের খবর, সম্প্রচারকারী সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করছে।
 
 এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপের সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ, ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।
এত দিন কিন্তু পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হত। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, এই টাকার চাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে সামলানো মুশকিল। পাক বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে। হয় সকলে মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপের সম্প্রচার করতে হবে। নইলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।’
 
  
