আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের পাকিস্তান দল দেখে অনেকেই বিস্মিত। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে রাখা হয়নি। কিন্তু বাবর আজমের মতো প্লেয়ার নেই কেন? পাক কোচ মাইক হেসন বলছেন, ''বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করার জন্য বলা হয়েছেবিশেষ করে স্পিনের বিরুদ্ধে খেলার ধরন এবং স্ট্রাইক রেটের বিষয়ে। এগুলো নিয়ে খাটছে বাবর''

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ‌ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। তবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জায়গা হয়নিএশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান। 

আরও পড়ুন: বছরে কত টাকা আয় শচীনপুত্রের? কত সম্পত্তির মালিক অর্জুন?

পাকিস্তান ক্রিকেটের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিলসম্প্রতি টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান। ০-১ এ সিরিজে পিছিয়ে থেকে ২-১ এ জেতে ক্যারিবিয়ানরাতৃতীয় একদিনের ম্যাচে ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংসওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামেপ্রথম তিন ওভারের মধ্যে টপ অর্ডারে তিন উইকেট হারায় পাকিস্তানফেরেন দুই ওপেনার সাইম আয়ুব এবং আবদুল্লা শফিকশূন্য রানে আউট হন অধিনায়ক মহম্মদ রিজওয়ানমাত্ররান করেন বাবর আজমমাত্র ২৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮ রানেউইকেট নেন জেডেন সিলসএর আগে সলমন আঘার নেতৃত্বে ২-১ এ টি-২০ সিরিজ জেতে পাকিস্তানআসন্ন এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে

পরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হবেযা যুগ্মভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। আগেই জানা গিয়েছিল, একদিনের দলের থেকে আলাদা হবে পাকিস্তানের টি-২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ছিলেন না। তাই এশিয়া কাপেও তেমন হওয়ার সম্ভাবনা ছিল‌ই

৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ চলবে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান। একই গ্রুপে আছে ভারত, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর। ২০২৩ এশিয়া কাপে ভাল খেলতে পারেনি পাকিস্তান। সেবার একদিনের ফরম্যাটে হয়েছিল টুর্নামেন্ট। সুপার ফোরে তিন ম্যাচের মধ্যে দুটোতে হারে পাকিস্তান। ফাইনালে উঠতে পারেনি। ২০২২ সালে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স আপ হয়এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে খেলবে পাকিস্তান

আরও পড়ুন: 'অচেনা' ইস্টবেঙ্গলের হিরো দিয়ামানতাকোস, মোহনবাগানকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল