আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের ব্যাটার আসিফ আলি সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ২১টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাকিস্তানের জাতীয় দলে মূলত লোয়ার মিডল অর্ডারে ফিনিশার হিসেবে বড় ভূমিকা ছিল তাঁর। আক্রমণাত্মক ব্যাটার হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি পেয়েছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সাত বলের ২৫ রানের এক উত্তেজনাপূর্ণ ইনিংসের জন্য। অবসর ঘোষণা করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আসিফ বলেছেন, ‘পাকিস্তানের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গৌরব, আর দেশের জন্য মাঠে খেলা আমার জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়।’
আসিফ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি ভবিষ্যতেও ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন। তিনি পাকিস্তান দলের সঙ্গে ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবং ২০২১ সালের সেমিফাইনালে খেলেছেন। এছাড়া তিনি ২০১৮ সালে ইসলামাবাদ ইউনাইটেডকে পিএসএল জিততে সাহায্য করেছিলেন এবং সেই বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। দু’মাসের মধ্যে তিনি ওয়ানডে ডেবিউও করেছেন তবে ফর্ম ও ধারাবাহিকতার অভাবে তিনি জাতীয় দলে দীর্ঘ সময় টিকতে পারেননি। পাকিস্তানের জাতীয় দলের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির দলের হয়ে।
আরও পড়ুন: কোহলি, হার্দিক নন, ভারতের সবথেকে স্টাইলিশ এই ক্রিকেটার, চমকে দেওয়ার মতো নাম নিলেন গৌতম গম্ভীর
পরিসংখ্যান অনুযায়ী, আসিফ ২১টি ওয়ানডেতে ৩৮২ রান করেছেন, গড় ২৫.৪৬ এবং তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮টি ম্যাচে ৫৭৭ রান করেছেন, গড় ১৫.১৮, স্ট্রাইক রেট ১৩৩.৮৭ এবং সেরা স্কোর ৪১। এশিয়া কাপে তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে যথেষ্ট ট্রোলড হয়েছিলেন তিনি ছক্কা মারার কথা বলে। আসিফ পিঞ্চ হিটার হিসেবে বিখ্যাত ছিলেন। ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে আসিফ বলেছিলেন, ভারতের বিরুদ্ধে এক ওভারে ৩৬ মারার জন্য তিনি বিশেষভাবে ছক্কা মারার অনুশীলন করেছেন। কিন্তু ম্যাচে ব্যাট করতে নেমে কিছুই করতে পারেননি আসিফ। এরপরেই প্রবল ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাঁকে। পরবর্তীতে বাদ পড়েন জাতীয় দল থেকেও। ধারাবাহিকতার অভাবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি।
উল্লেখ্য, এশিয়া কাপের আগেই ক্রিকেটের ২২ গজে ভারত- পাকিস্তান মহারণ নিয়ে বড় বিৃবতি দেওয়া হয়েছে সরকারের তরফে। তবে ভারত সরকারের নয়া এই ঘোষণা পহেলগাঁওয়ের ঘটনার আগের মতোই। জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত করা হবে না। তবে বহুজাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হতে পারবে দুই দল। ফলে, ভারতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপে অংশ নেবে বলে ক্রীড়া মন্ত্রকের একটি সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে। ভারত সরকার বরাবরই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে কঠোর নীতি মেনে এসেছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, ভারতীয় দল পাকিস্তানে যাবে না, তেমনই পাকিস্তানি দলকেও ভারত সফরের অনুমতি দেওয়া হবে না।
তবে এই নিষেধাজ্ঞা বহুজাতিক টুর্নামেন্টগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশ্বকাপ, অলিম্পিক কিংবা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় উভয় দেশই অংশ নেয় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়মে। এসব প্রতিযোগিতা সাধারণত নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়, ফলে কোনও দ্বিপাক্ষিক সমঝোতা থাকে না এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ পরিবেশ বজায় থাকে। ক্রীড়া মন্ত্রকের একটি সূত্র সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এশিয়া কাপে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বাধা দেওয়া হবে না। সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে আগামী ১৪ ও সম্ভবত ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত করা হয়েছে। ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বর।
