আজকাল ওয়েবডেস্ক: শুরুতে গোলগুলি বর্ষণ করেছিলেন কাগিসো রাবাদা। শেষে করলেন অজি বোলাররা। 

সারা দিনে পড়ল ১৪ উইকেট। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২১২ রানে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান চার উইকেটে ৪৩। প্রোটিয়া ব্রিগেড পিছিয়ে রয়েছে ১৬৯ রানে। 

লর্ডসের পিচে আগুন ধরাচ্ছেন বোলাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি আদৌ পাঁচ দিন গড়াবে? হাতে ২১২ রানের পুঁজি। তার আগেই দক্ষিণ আফ্রিকাকে থামাতে হলে শুরু থেকেই তুলতে হবে উইকেট। এই মন্ত্র নিয়ে নেমেছিলেন স্টার্ক-কামিন্সরা। দিনের শেষে স্টার্কের ঝুলিতে দুই উইকেট। হ্যাজলউড ও কামিন্স নিয়েছেন একটি করে উইকেট। ক্রিজে রয়েছেন বাভুমা ও বেডিংহ্যাম। 

এর আগে কাগিসো রাবাদার সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। রাবাদার সঙ্গী আবার জেনসেন। এই দুই পেসারের দাপটেই থরহরি কম্পমান অবস্থা অজিদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার দুই তারকা বোলার বিষ ঢেলে দেওয়ায় ২১২ রানে শেষ হয়ে গেল অজিদের প্রথম ইনিংস। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ সামির ফুলটসে বোল্ড হওয়ার পরে তিন মাস ব্যাট ধরেননি স্টিভ স্মিথ। তিনি ক্রিজে টিকে রইলেন সবার থেকে বেশি সময়। ১৬২ মিনিট উইকেটে থেকে ১১২ বল খেলে ৬৬ রান করেন স্মিথ। অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়েবস্টারের। তিনি ব্যাট করেছেন ১৩৯ মিনিট। ওয়েবস্টার (৭২) সবথেকে বেশি রান করেন। 
 
স্মিথ ও ওয়েবস্টার ছিলেন বলেই অস্ট্রেলিয়া ২১২ রান তুলতে সক্ষম হয়। অজিরা ব্যাটিং করে ৫৬.৪ ওভার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে অথচ অজি ব্যাটারদের মধ্যে ৪ জন দুই অঙ্কের রান করতে পারেননি। বল হাতে আগুন জ্বালালেন রাবাদা। ১৫.৪ ওভারে ৫১ রান খরচ করে তিনি ৫ উইকেট নেন। অন্যদিকে ১৪ ওভার হাত ঘুরিয়ে জেনসেন নেন তিনটি উইকেট।