আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে সেমি-যুদ্ধে পরাজয়ের পরদিনই স্টিভ স্মিথ জানিয়ে দেন, তিনি ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছেন। এসময়ে ট্র্যাভিস হেড ফিরে যাওয়ার পরে স্মিথ দলের হাল ধরেছিলেন। পরে অ্যালেক্স ক্যারি মারমুখী ব্যাটিং করে রানের গতি বাড়িয়ে দেন। কিন্তু এতকিছুর পরেও বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস অজিদের ছিটকে দেয়।
খেলার শেষে দেখা যায়, স্টিভ স্মিথ কোহলির কাঁধে হাত দিয়ে কিছু বলছেন। তার পরে ক্রিকেটমাঠের দুই প্রতিপক্ষ একে অপরকে জড়িয়ে ধরেন। কোহলি ও স্মিথের এই কথোপকথন ও ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দুই তারকার কথাবার্তার ধরনধারণ দেখার পরে অনেকেই মনে করছেন, কোহলি তাঁকে জিজ্ঞাসা করেছেন, এটাই কি তোমার শেষ ম্যাচ? যার উত্তরে স্মিথ বলছেন, ''হ্যাঁ।''
এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''কোহলি জিজ্ঞাসা করছেন-লাস্ট? স্মিথ যখন বলল ইয়েস, তখন কোহলির মুখের চেহারা বদলে যায়। থ্যাঙ্ক ইউ স্মিথি। টেস্ট ম্যাচ খেলে যাও যতদিন পারো।''
চোটের জন্য প্যাট কামিন্স চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেন। স্মিথ দলকে নেতৃত্ব দেন। খেলার শেষে সাজঘরে সতীর্থদের উদ্দেশে স্মিথের বার্তা, এটাই আমার শেষ ম্যাচ।
Kohli asked Smith - 'Last?'.
— Vandana Singh (@VandanaSsingh)
His face changed when Smith said Yes.
Huge respect for #SteveSmith ????‼️
That unforgettable inning when he took a brutal hit on the head but still came back to bat, fighting through the pain to lead his team to victory. A true warrior of the game!… pic.twitter.com/vA960iJqvuTweet by @VandanaSsingh
২০১৫ ও ২০২৩ বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য স্মিথ। ২০১৫ সালে ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছিলেন। শেষ ম্যাচেও তাঁর হাতেই ছিল অধিনায়কের আর্মব্যান্ড।
