আজকাল ওয়েবডেস্ক:‌ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ। যদিও দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে বেশ কসরত করতে হল ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। ২ ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে হারালেন আমেরিকার অবাছাই খেলোয়াড় জাচারি ভাজেদাকে। প্রথম সেট হারতেও হল। শেষ অবধি নোভাক জিতলেন ৬–৭ (৫–৭), ৬–৩, ৬–৩, ৬–১ ব্যবধানে।   


প্রথম সেট হারার পর তৃতীয় সেটেও এক সময় ১–৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। তবে, টানা পাঁচটি গেম জিতে তৃতীয় সেট জেতার পর আর জকোভিচকে বেগ পেতে হয়নি বিশ্বের ১৪৫ নম্বরের বিরুদ্ধে। ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের খোঁজে থাকা জোকারকে বুধবার কিছুটা অগোছালই দেখিয়েছে। ১০টি ‘এস’ সার্ভিস করলেও চারটি ডবল ফল্ট করেছেন। প্রথম সার্ভিস ঠিক মতো করতে পারেননি। ৬০ শতাংশ ব্রেক পয়েন্ট কাজে লাগাতে পারেননি। একাধিক আনফোর্ডস এরর করেছেন। তবু অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। তাঁর সুবিধা করে দিয়েছে শেষ দিকে প্রতিপক্ষের বেশ কিছু ভুলও।

 

আরও পড়ুন:‌ 'ব্যাট বড়', সেই কারণে এই ভারতীয় ব্যাটসম্যান সব থেকে ভয়ঙ্কর, ইংরেজ বোলারের অদ্ভুত যুক্তি ...


তবে এটা ঘটনা, ম্যাচের মাঝামাঝি সময় খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন ইউএস ওপেনের সপ্তম বাছাই। সেই চাপের মুখেই নিখুঁত টেনিস খেললেন শেষ দিকে। ম্যাচের সময় যত এগিয়েছে, জোকারের খেলা তত খুলেছে। পিছিয়ে পড়েও ভাজেদাকে হারালেও প্রথম সারির খেলোয়াড়দের সামনে সমস্যায় পড়তে পারেন পেশাদার টেনিসে ১০০টি খেতাব জেতা সার্বিয়ান তারকা।

তবে এটা ঘটনা, জমে উঠেছে ইউএস ওপেন। জকোভিচকে যেমন জিততে বেশ বেগ পেতে হয়েছে। তেমনই হারতে হারতে বেঁচে গিয়েছেন কোকো গফ। অস্ট্রেলিয়ার আজলা টমলানোভিচকে ৬–৪, ৬–৭, ৭–৫ গেমে হারিয়েছেন তিনি। জিতেছেন নাওমি ওসাকা এবং পুরুষ বিভাগে তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভও। উঠে গেছেন তৃতীয় রাউন্ডে।


এটা ঘটনা, দু’বছর আগে ইউএস ওপেন জিতেছিলেন কোকো গফ। তবে মেন্টর ম্যাট ড্যালির সঙ্গে বিচ্ছেদ করে এ বার নিউ ইয়র্কে এসেছেন গেভিন ম্যাকমিলানকে নিয়ে। সার্ভিসের উন্নতি করাই লক্ষ্য তাঁর। 

 

আরও পড়ুন:‌ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে?‌ আমেদাবাদকে প্রজেক্ট করার অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


তবে এবারের ইউএস ওপেনে সবচেয়ে বেশি আলোচনা কার্লোস আলকারাজকে নিয়ে। ন্যাড়া মাথা। কিছুদিন আগে সিনসিনাটি ওপেনেও ন্যাড়া মাথাতেই দেখা গিয়েছিল স্প্যানিশ তারকাকে। তবে খেলায় রয়েছে সেই আগের ছন্দই। তিনিও সহজেই ম্যাচ জিতে পরের রাউন্ডে চলে গিয়েছেন। 


আলকারাজ কেন ন্যাড়া হলেন?‌ টেনিস তারকা জানিয়েছেন, তিনি নতুন করে শুরু করতে চান। তাই এই ছাঁট। গত বার দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়েছিল আলকারাজের ইউএস ওপেন। সেই স্মৃতি ভুলতেই হয়তো এ বার নতুন ছাঁটে নামলেন তিনি। তবে বোঝালেন তিনি ছন্দে আছেন।

 

আরও পড়ুন:‌ শুভমানের পরিবর্তে দলীপে উত্তরাঞ্চলের নেতৃত্বে কে?‌ নির্বাচকদের নজরে এই তরুণ ব্যাটার

তবে দীর্ঘদিন পর কোর্টে ফিরলেও হেরে যান ভেনাস উইলিয়ামস।