আজকাল ওয়েবডেস্ক: জমে উঠেছে ইউএস ওপেন। আলকারাজ, জকোভিচ, সাবালেঙ্কারা চলে গিয়েছেন চতুর্থ রাউন্ডে।
ইতালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে (৬–২, ৬–৪, ৬–০) উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। এছাড়া প্রি–কোয়ার্টারে উঠেছেন টেলর ফ্রিৎজ, এরিনা সাবালেঙ্কা, জেসিকা পেগুলা। তবে শুক্রবার বেশ কয়েকটি অঘটন ঘটেছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন এমা নাভারো, এমা রাডুকানু, ফ্রান্সিস টিয়াফো, মিরা আন্দ্রিভা, বেন শেলটন, জেসমিন পাওলিনির মতো তারকারা। আলকারাজের হাঁটুর চোট নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছে।
তৃতীয় রাউন্ডেও এক সেট হেরে জিতলেন জকোভিচ। ২ ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ে তিনি ৬–৪, ৬–৭ (৪–৭), ৬–২, ৬–৩ গেমে হারালেন বিশ্বের ৩৫ নম্বর ব্রিটেনের ক্যামেরুন নরিকে। এক মাত্র দ্বিতীয় সেট ছাড়া বাকি ম্যাচে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি ব্রিটেনের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। এই নিয়ে হার্ড কোর্টে ১৯২ তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে নজির গড়লেন জোকার। ভেঙে দিলেন রজার ফেডেরারের ১৯১টি ম্যাচ জেতার নজির। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল। গ্র্যান্ড স্ল্যামে হার্ড কোর্টে তাঁর জয়ের সংখ্যা ১৪৪।
মহিলাদের সিঙ্গলসে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কাও। তিনি সরাসরি সেটে হারালেন ৩১ নম্বর বাছাই কানাডার লেলা ফার্নান্ডেজকে। সাবালেঙ্কার পক্ষে ম্যাচের ফল ৬–৩, ৭–৬ (৭-২)। এই ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন।
আরও পড়ুন: সোমবারই শহরে রবসন, ঘোষণা করল মোহনবাগান
এদিকে, তৃতীয় রাউন্ডে সহজ জয় পেলেন মহিলাদের চতুর্থ বাছাই পেগুলাও। তিনি ৬–১, ৭–৫ ব্যবধানে হারিয়েছেন ভিক্টোরিয়া আজ়ারেঙ্কাকে। চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন পুরুষদের চতুর্থ বাছাই ফ্রিৎজ। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭–৬ (৭–৩), ৬–৭ (৯–১১), ৬–৪, ৬–৪ ব্যবধানে হারিয়েছেন সুইৎজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় জেরম কিমকে।
নরির মতোই তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন ব্রিটেনের অন্যতম ভরসা রাডুকানুও। তাঁকে ১–৬, ২–৬ ব্যবধানে উড়িয়ে দিলেন নবম বাছাই এলিনা রাইবাকিনা। ইউএস ওপেন থেকে বিদায় নিলেন মহিলাদের পঞ্চম বাছাই আন্দ্রিভাও। তিনি হারলেন আমেরিকার অবাছাই খেলোয়াড় টেলর টাউনসেন্ডের কাছে। ১ ঘণ্টা ১৬ মিনিটের ম্যাচে আন্দ্রিভার বিপক্ষে ফল ৫–৭, ২–৬। ইউএস অভিযান শেষ হয়ে গেল মহিলাদের দশম বাছাই নাভারোরও। তিনি তৃতীয় রাউন্ডের ম্যাচে ৬–৪, ৪–৬, ৪–৬ ব্যবধানে হেরে গেলেন চেচিয়ার অবাছাই খেলোয়াড় বার্বোরা ক্রেজিকোভার কাছে। চতুর্থ রাউন্ডে উঠতে পারলেন না সপ্তম বাছাই পাওলিনিও। তাঁকে ৭–৬ (৭–৪), ৬–১ ফলে হারিয়ে দিলেন অবাছাই চেচিয়ার মার্কেটা ভন্দ্রোসোভা। বিদায় নিলেন মহিলাদের ১৯ তম বাছাই বেলজিয়ামের এলিস মার্টেনস। তাঁকে ৩–৬, ৭–৫, ৬–৩ ব্যবধানে হারালেন স্পেনের অবাছাই খেলোয়াড় ক্রিস্টিনা বুসা।
এদিকে, তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন পুরুষদের ষষ্ঠ বাছাই আমেরিকার বেন শেলটনও। চোটের জন্য চার সেটের পর ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। খেলা শেষ হওয়ার সময় তাঁর পক্ষে ফল ছিল ৬–৩, ৩–৬, ৬–৪, ৪–৬। বিদায় নিলেন ১৭ তম বাছাই আমেরিকার টিয়াফোও। তাঁকে ৬–৪, ৬–৩, ৭–৬ (৯–৭) ব্যবধানে হারালেন বিশ্বের ১৪৪ নম্বর জার্মানির জান–লেনার্ড স্ট্রাফ। হারলেন ২০ তম বাছাই চেচিয়ার জিরি লেহেচা। তাঁকে ৬–৪, ৬–৪, ৬–৪ ব্যবধানে হারিয়ে দিলেন বেলজিয়ামের অবাছাই খেলোয়াড় রাফায়েল কলিগনন। প্রথম রাউন্ডে দানিল মেদভেদেভকে হারিয়ে চমকে দেওয়া ফ্রান্সের বেঞ্জামিন বনজিও ছিটকে গেলেন ইউএস ওপেন থেকে। তিনি তৃতীয় রাউন্ডে হারলেন স্বদেশীয় আর্থার রিন্ডারনেখের কাছে। ম্যাচের ফল বিশ্বের ৮২ নম্বরের পক্ষে ৪–৬, ৬–৩, ৬–৩, ৬–২।
