আজকাল ওয়েবডেস্ক: ছন্দে রয়েছেন। অনায়াসে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে চলে গেলেন কার্লোস আলকারাজ। তবে দ্বিতীয় সেটে একটু সময় লেগেছিল আলকারাজের। কয়েক মিনিটের জন্য মেডিক্যাল বিরতি নিয়েছিলেন। তার পরে আর থামানো যায়নি কার্লোস আলকারাজকে। ইউএস ওপেনে আরও একটি ম্যাচে সহজ জয় পেলেন তিনি। ইতালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে (৬–২, ৬–৪, ৬–০) উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠেছেন আলকারাজ।
ক্রমতালিকায় ৩২ নম্বরে থাকা দারদেরির বিরুদ্ধে আলকারাজের জিততে যে খুব একটা সমস্যা হবে না তা প্রথম সেটেই বোঝা গিয়েছিল। শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভাঙেন আলকারাজ। সেখান থেকে আর ফিরতে পারেননি দারদেরি। ৬–২ গেমে হারেন তিনি।
আরও পড়ুন: এত বছর পর কেন চড়কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আনলেন? ক্ষোভ উগড়ে দিলেন শ্রীশান্তের স্ত্রী
দ্বিতীয় সেটেও একটা সময় ৪–১ এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। সেখান থেকে ফেরেন দারদেরি। পর পর তিনটি গেম জেতেন তিনি। আলকারাজের সার্ভিসও এক বার ভাঙেন। ৪–৪ অবস্থায় মেডিক্যাল বিরতি নেন আলকারাজ। ফিরে এসে ঝড়ের গতিতে প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি। ৬–৪ গেমে দ্বিতীয় সেট জেতেন।
তৃতীয় সেটে একটি গেমও জিততে পারেননি দারদেরি। পর পর ছ’টি গেম জিতে খেলার ফয়সালা করে দেন পুরুষদের দ্বিতীয় বাছাই। ম্যাচে ন’টি ‘এস’ মেরেছেন স্প্যানিশ তারকা। দারদেরির সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন ১৮ বার। সাত বার তা কাজে লাগাতে পারেন। দারদেরিকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে তাঁর সার্ভিস। ম্যাচে আটটি ডবল ফল্ট করেন তিনি। আলকারাজের মতো তারকার বিরুদ্ধে এই ভুল করলে ম্যাচে টিকে থাকা যায় না। সেটাই দেখা গেল। স্ট্রেট সেটে হেরে গেলেন ইতালির টেনিস খেলোয়াড়।
প্রসঙ্গত, গত ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হয়েছিস আলকারাজকে। তবে এ বার ছন্দে তিনি। যে ভাবে এগোচ্ছেন তাতে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁর ভক্তরা।
এদিকে, চতুর্থ রাউন্ডে উঠে গিয়েছেন নোভাক জকোভিচও। সপ্তম বাছাই জকোভিচ হারিয়ে দিয়েছেন ক্যামেরুন নুরিকে। খেলার ফল জকোভিচের পক্ষে ৬–৪, ৬–৭ (৪–৭), ৬–২, ৬–৩। দ্বিতীয় সেটটা শুধু হেরেছেন। প্রথম, তৃতীয় ও চতুর্থ সেটে স্বমহিমায় দেখা গেছে ২৪ গ্র্যান্ড স্লামের মালিককে।
মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কা। তিনি স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন লেলা ফার্নান্ডেজকে। খেলার ফল ৬–৩, ৭–৬ (৭–২)।
আরও পড়ুন: রোহিতকে তলব করল বোর্ড, একদিনের ভবিষ্যৎ নিয়ে হবে সিদ্ধান্ত?
তবে এদিন আর বিতর্ক হয়নি। প্রসঙ্গত, এবার ইউএস ওপেনে বিতর্ক লেগেই রয়েছে। মেদভেদেভ বিতর্কে জড়িয়েছিলেন। শেষ বিতর্ক এক দিন আগে। টেনিস তারকা স্টেফানো সিসিপাসের বাবা ছেলের ম্যাচ চলাকালীন কোর্টের বাইরে থেকে কোচিং করিয়ে সতর্কিত হন। টেনিসে এটি কিন্তু নিয়মবহির্ভূত। ওই ম্যাচে ম্যাচে সিসিপাসের বাবা অ্যাপসতোলসকে দেখা যায় চেঁচিয়ে ছেলেকে নানা পরামর্শ দিচ্ছিলেন। টেনিসে এরকম করা যায় না। তাঁকে সতর্ক করে দেওয়া হয়।
