আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। অন্যান্য দলের মতই নিজেদের দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু জল্পনা শুরু হয়েছে কেকেআরের অধিনায়ক নির্বাচন নিয়ে। এবার শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। ছেড়ে দেওয়া হয়েছে নীতীশ রানাকেও। নতুন মরশুম শুরুর আগে এখন কেকেআর ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সিদ্ধান্ত নতুন অধিনায়ক নির্বাচন। কেউ বলছেন. এবারের আইপিএলে রিঙ্কু সিং হবেন কেকেআর অধিনায়ক, আবার কারোর বক্তব্য, ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ার এবার অধিনায়কত্ব করবেন কলকাতার।
কিন্তু নিলামের পর কেকেআর অধিনায়ক হিসেবে এবার উঠে এসেছে অজিঙ্ক রাহানের নাম। আইপিএলের মেগা নিলামে অজিঙ্ক রাহানেকে তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। এর আগে রাহানে ২০২২ সালে কেকেআরের হয়ে খেলেছিলেন। প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে রাহানের অভিজ্ঞতা তাঁকে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে ক্রিকেট মহল। তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার ট্রফি জিতেছে ভারতীয় দল। তবে, কলকাতার টিম ম্যানেজমেন্ট অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছুদিন সময় নেবে বলেই মনে করা হচ্ছে।
কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘আমাদের পুরো বিষয়টি নিয়ে বসে বিশ্লেষণ করতে হবে। অনেক সময় নিলামের পর পুরো পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হয়। ভাবনাচিন্তা করার জন্য একটি শক্তিশালী দল রয়েছে আমাদের। তাদের সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আত্মবিশ্বাসী, সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে’। কেকেআর সমর্থকরা নতুন অধিনায়কের নাম ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন। অজিঙ্ক রাহানে কি পারবেন কেকেআরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে? উত্তরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
