আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের হাতে। এখন তিন ফরম্যাটে ভারতের তিন জন নেতা। টেস্টে শুভমান গিল, ওয়ানডেতে রোহিত শর্মা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদব।
কিন্তু এভাবে দীর্ঘ সময় চলবে না। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি ওয়ানডের নেতৃত্ব তুলে দিতে চান শুভমান গিলের হাতে। অর্থাৎ তিনটি ফরম্যাটের মধ্যে দুটো ফরম্যাটে গিলের হাতেই উঠবে ক্যাপ্টেনের আর্মব্যান্ড। এদিকে শ্রেয়স আইয়ারের নাম ঢুকে পড়েছে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে। কিন্তু ২৫ বছর বয়সী গিলই পছন্দ নির্বাচকমণ্ডলীর।
২০২৭ বিশ্বকাপের এখনও আড়াই বছর বাকি। তিন ফরম্যাটে তিন জন অধিনায়ক রাখবে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২০২৭ বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০। তা ছাড়াও ফর্ম ও ফিটনেসের ব্যাপার রয়েছে। অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি গিলের হাতেই তুলে দিতে চান ওয়ানডের নেতৃত্ব। এদিকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সত্যি কথা বলতে কী, আমরা ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত ওয়ানডে থেকে সরে যাবে। ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে রোহিতের সঙ্গে কথা হয়নি নির্বাচকদের।
টেস্ট থেকে অবসরের পরে রোহিত জানান, তিনি ওয়ানডে ফরম্যাটে খেলবেন। কিন্তু বোর্ড তা চায় না বোঝাই যাচ্ছে।
