আজকাল ওয়েবডেস্ক: কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। কিন্তু ইদের আগেই শেষ করতে হবে সিরিজ। তাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে তিন ম্যাচের সিরিজ হবে পাকিস্তান ও বাংলাদেশের। ওই সিরিজের জন্য পাকিস্তান সলমন আলি আগাকে অধিনায়ক করেছে। বাদ পড়েছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। খেলাগুলো হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি  সিরিজে দলে জায়গা পাননি বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো পাক তারকা।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ফর্ম ও পিএসএলের  পারফরম্যান্স বিবেচনা করে ১৬ জনকে বেছে নিয়েছে পাকিস্তান। 

মাইক হেসনের কোচিংয়ে প্রথমবার নামতে চলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সংঘাতেক আবহে স্থগিত ছিল পিএসএল। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। 

সূচি অনুযায়ী, ২৫ মে বল গড়ানোর কথা ছিল সিরিজের। পরিবর্তিত পরিস্থিতিতে পিএসএল ফাইনাল হবে ২৫ মে। বাংলাদেশের সিরিজ পিছিয়ে যাচ্ছে। 

নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি সিরিজ সূচি।