আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হচ্ছে না ডার্বি। সেমিফাইনালে মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান। রবিবার যুবভারতীতে শেষ আটের লড়াইয়ে ডায়মন্ড হারবারের মুখোমুখি ইস্টবেঙ্গল। ম্যাচটা সন্ধে সাতটায়। তার আগে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ম্যাচটা জামশেদপুরে বিকেল চারটের সময়। প্রথমে শোনা গিয়েছিল, রবিবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে ইস্ট-মোহন। শেষ আটে দুই প্রধানকে খেলাতে মরিয়া ছিল ডুরান্ড কমিটি। সেই মতো ব্যবস্থাপনাও শুরু হয়েছিল। কিন্তু বেঁকে বসে দুই প্রধানই। সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে চায় না ইস্ট-মোহন। তাই শেষপর্যন্ত ডুরান্ড কমিটিকে পরিকল্পনা বদলাতে হয়। বিষয়টি যুক্তিসঙ্গত। দুই গ্রুপে একনম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। তাই কোনওভাবেই শেষ আটের লড়াইয়ে দুই প্রধানের মুখোমুখি হওয়ার কথা নয়। পৃথিবীর কোনও প্রান্তে এমন হয় না। শেষপর্যন্ত দুই প্রধানের দাবি মানল কমিটি।
ডুরান্ডের একটাই কোয়ার্টার ফাইনাল কলকাতায়। রবিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তার আগেই শেষ আটের ম্যাচ খেলে ফেলবে মোহনবাগান। দুই প্রধান নিজেদের ম্যাচ জিতলে, সেমিফাইনালে ডার্বি। ইস্টবেঙ্গল যে ছন্দে রয়েছে, কিবু ভিকুনার দলের বিরুদ্ধে খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। কিন্তু মোহনবাগানের সামনে তুলনামূলকভাবে কঠিন চ্যালেঞ্জ। খালেদ জামিলের জামশেদপুরেকে তাঁদের ঘরের মাঠে হারাতে হবে। তারওপর ম্যাচটা গরমের মধ্যে বিকেল চারটের সময়। সুতরাং, হোসে মোলিনার দলের সামনে কঠিন চ্যালেঞ্জ।
