আজকাল ওয়েবডেস্ক: তাঁকে অস্ট্রেলিয়াগামী দলে নেওয়ায় অনেকেই ভুরু কুঁচকেছিলেন। সেই নীতীশ কুমার রেড্ডি পারথ টেস্টে চমকে দিয়েছেন। দুই ইনিংসেই ভাল ব্যাটের পাশাপাশি বল করেছেন। পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচে ৩২ বলে ৪২ রানও করেছেন। সেই নীতীশ রেড্ডির ছোটবেলা থেকেই হিরো ছিলেন বিরাট। পিঙ্ক বল টেস্টের আগে একটি কথা ফাঁস করেছেন রেড্ডি।
সালটা ছিল ২০১৮। বিসিসিআইয়ের একটা ইভেন্টে হাজির ছিলেন বিরাট ও অনুষ্কা। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন রেড্ডিও। রেড্ডির আবদারে তাঁর সঙ্গে একটি সেলফি তুলেছিলেন বিরাট। সেই সেলফিতে ছিলেন বিরাট পত্নী অনুষ্কাও। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রেড্ডি বলেছেন, ‘বিরাট তখন ভীষণ জনপ্রিয়। পরে যদি সুযোগ না পাই, তাই তখনই ছবি তোলার আবদার করেছিলাম।’ এরপরই রেড্ডি বলেছেন, ‘ছোটবেলা থেকেই বিরাটের ভক্ত ছিলাম। বিরাট ভাইয়ার সমস্ত খেলা দেখতাম। সেঞ্চুরি করলে সেলিব্রেট করতাম।’ আর এখন বিরাটের সঙ্গে খেলছেন রেড্ডি। বলেছেন, ‘এখন বিরাট ভাইয়ার সঙ্গে খেলছি। খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি।’
পারথ টেস্টে রেড্ডির সঙ্গে অপরাজিত ৭৭ রানের জুটি গড়েছিলেন বিরাট। প্রসঙ্গত, পারথে অভিষেক টেস্টে বিরাটের হাত থেকেই টেস্ট ক্যাপ পেয়েছিলেন রেড্ডি। পারথে ২২ গজে উল্টো দিকে দাঁড়িয়ে দেখেছেন বিরাটের শতরান। স্বপ্ন পূরণ হয়েছে নীতীশ কুমার রেড্ডির।
