আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে নীতীশ রেড্ডির দুরন্ত সেঞ্চুরির প্রশংসা তো হচ্ছেই সর্বত্র। দেশের ফলো অন বাঁচানো শতরানের পরে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা বিরাট আর্থিক অঙ্কের পুরস্কার ঘোষণা করল নীতীশ রেড্ডির জন্য। 

অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট কে শিবনাথ বলেন, ''অন্ধ্র ক্রিকেট সংস্থার জন্য আজকের দিনটা দারুণ গর্বের এবং খুশিরও। অন্ধ্রের ছেলে টেস্ট ফরম্যাট ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছে। সেই কারণে অন্ধ্র ক্রিকেট সংস্থার তরফ থেকে নীতীশ কুমার রেড্ডিকে ২৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে।'' 

নীতীশ রেড্ডির আজকের তারকা হয়ে ওঠার পিছনে অবদান রয়েছে অন্ধ্র ক্রিকেট সংস্থার। এমএসকে প্রসাদ সেই ইতিহাস জানিয়েছেন। মাসিক ১৫ হাজার টাকা নীতীশ রেড্ডির ক্রিকেট ও পড়াশোনার পিছনে খরচ করত অন্ধ্র ক্রিকেট সংস্থা। 

সেই নীতীশ রেড্ডি নিজের রাজ্যের যেমন মুখ উজ্জ্বল করলেন মেলবোর্নের মাঠে, তেমনই দেশকেও রক্ষা করলেন। রেকর্ডও গড়লেন। এই প্রথম আট নম্বরে নেমে কোনও ভারতীয় ব্যাটার অস্ট্রেলিয়ায় শতরান করলেন। মাত্র ২১ বছর ২১৬ দিন বয়স নীতীশের। তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান পেলেন নীতীশ। 

তাঁর দুরন্ত সেঞ্চুরির পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সোশ্যাল মিডিয়ায় নীতীশ রেড্ডির প্রশংসা করে লিখেছে, ''ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়।'' 

পুষ্পা সিনেমায় এটাই অভিনেতা আল্লু অর্জুনের আইকনিক ডায়ালগ। এদিন তিনি দেখিয়ে দিলেন তাঁর মধ্যে এখনও অনেক আগুন রয়েছে। সেই আগুন পুড়িয়ে দিতে পারে প্রতিপক্ষকে। নীতীশ রেড্ডির গনগনে আঁচ অনুভব করলেন অজিরা।