আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি। নিলামে ২৭ কোটি টাকায় ঋষভকে কিনেছিল লখনউ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি পন্থ। আক্ষেপটা আইপিএলে মিটিয়ে নিতে চান তিনি। আর এই বিষয়ে অধিনায়ক পন্থের পাশে যে পুরোপুরি থাকবেন তা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটার নিকোলাস পুরান।
জানুয়ারিতেই পন্থকে অধিনায়ক ঘোষণা করে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। পুরানের কথায়, ‘এবার ভাল সুযোগ রয়েছে। দলটা যথেষ্ট ব্যালান্সড। দলে অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তরুণরাও রয়েছে। আমরা অভিজ্ঞরা তরুণদের গাইড করার জন্য প্রস্তুত।’ অধিনায়ক পন্থকে নিয়ে বলেছেন, ‘ওঁর প্রচুর অভিজ্ঞতা। স্কিল রয়েছে। প্রতিভা আছে। মাঠ ও মাঠের বাইরে পন্থকে ১০০ শতাংশ সমর্থন করাই আমাদের কাজ। কথা কম। কাজ বেশি করতে হবে।’
এরপরই পুরান যোগ করেছেন, ‘এখন টি২০ ক্রিকেটে নিয়ম অনেক বদলেছে। আমাদের দলে একাধিক তরুণ প্রতিভা রয়েছে। একবার খেলা শুরু হলেই ঝাঁপিয়ে পড়তে হবে।’
ক্রিকেটের প্রতি ভারতের এই যে ভালবাসা তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পুরান। তাঁর কথায়, ‘ভারতের অনেককিছুই ভাল লাগে। যেভাবে এই দেশের সবাই সবাইকে আপন করে নেয় দেখলে মন ভরে যায়। ক্রিকেটের প্রতি ভালবাসা তো আছেই। তাই ভারতে খেলতে সত্যিই ভাল লাগে।’
