আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।
সোমবার রাতে তিনি অবসর ঘোষণা করেন। তার পরেই পেলেন মন ভাল করা খবর। মেজর লিগ ক্রিকেটে পুরানের হাতে উঠল এমআই নিউ ইয়র্কের ক্যাপ্টেনের আর্মব্যান্ড।
আচম্বিতে নেওয়া সিদ্ধান্তের পিছনের কারণ প্রকাশ্যে আনেননি পুরান। মেজর লিগ ক্রিকেটের তরফ থেকে পোস্ট করা হয়েছে, ''দেয়ার ইজ আ নিউ কমান্ডার ইন টাউন...ক্যাপ্টেন নিকোলাস পুরান।''
মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের তরফ থেকে পুরানের বিষয়ে জানানো হয়েছে, ''এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের মধ্যে একজন। বর্তমানে তাঁর ক্ষমতার শীর্ষে। নেতৃত্ব দিয়ে আমাদের আরও গৌরবের দিকে নিয়ে যেতে তিনি প্রস্তুত।''
২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে ৩৮৮ রান করেন পুরান। মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক দলে পুরানের সঙ্গে থাকবেন কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড এবং রশিদ খানের মতো তারকা।
