আজকাল ওয়েবডেস্ক: অবনমনের আশঙ্কা ছিল। কিন্তু নেইমারের স্যান্টোসকে অবনমনের লাল চোখ আর দেখতে হল না।
ক্রুজেইরোকে ৩–০ গোলে হারাল স্যান্টোস। নেইমার গোল না পেলেও দল জিতেছে। তাঁর মনে ফিরে এল স্বস্তি।
২০২৩ সালে প্রথমবার অবনমন হয়েছিল স্যান্টোসের। এবারও সেই রকম আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু নেইমার চোট নিয়ে গোল করেন দুটি ম্যাচে। ক্রুজেইরোর বিরুদ্ধে অবশ্য ব্রাজিলীয় তারকা গোল করতে পারেননি।
নব্বই মিনিট নেইমার খেললেন পুরোদমে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে লিগ শেষ করল স্যান্টোস।
নেইমার ২০টি ম্যাচ খেলেন। তিনি ৮টি গোল করেন। শেষ তিন ম্যাচেই নেইমার ৪টি গোল করেছেন।
ম্যাচ জিতে উঠে নেইমার জানান তিনি অস্ত্রোপচার করাচ্ছেন। এর আগে ২০২৩-এর অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিরুদ্ধে চোট পান।
এরপর ব্রাজিলের হয়ে আর খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপের জন্য ব্রাজিলের ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তি শর্ত আরোপ করেছেন।
মেসি-রোনাল্ডোকে আগামী বিশ্বকাপে হয়তো দেখা যাবে। নেইমারকে কি বিশ্বকাপে দেখা যাবে? এটাই এখন বড় প্রশ্ন। হাঁটুর চোট নেইমারের। অস্ত্রোপচার হবে। তবে সেই বিষয়ে বিশদে কিছু বলেননি ব্রাজিলীয় তারকা। যদিও নেইমার-প্রেমীরা মনে করেন, বিশ্বকাপে খেলার আশা এখনও রয়েছে নেইমারের।
