আজকাল ওয়েবডেস্ক:‌ স্যান্টোসেই থাকবেন নেইমার। আরও ছয় মাস চুক্তি বাড়িয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেইমারের।
প্রসঙ্গত, জানুয়ারিতে স্যান্টোসে সই করেছিলেন নেইমার। চুক্তি ছিল জুন অবধি। কিন্তু সেই চুক্তি বাড়িয়ে এখন ডিসেম্বর অবধি করা হয়েছে। নেইমার বলেছেন, ‘‌হৃদয় থেকে এই সিদ্ধান্তটা নিয়েছি। স্যান্টোস আমার কাছে শুধু একটা দল নয়, আমার বাড়ি, আমার শিকড়, আমার ইতিহাস ও জীবন।’‌


প্রসঙ্গত, স্যান্টোসেই বেড়ে ওঠা নেইমারের। সেখান থেকেই তিনি যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে পিএসজি। তারপর সৌদির ক্লাব। চলতি বছরের জানুয়ারিতেই তিনি নিজের পুরনো ক্লাবে ফিরে এসেছেন। 


স্যান্টোসে এসে এই পাঁচ মাসে ১২ ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন তিনটি। আর ব্রাজিলের হয়ে ৭৯ গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। পেলের থেকে দুটি গোল বেশি তাঁর। যা আরও বাড়বে সন্দেহ নেই।


তবে নতুন কোচ অ্যানচেলোত্তি যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে নেইমারকে প্রথম একাদশে রাখেননি। জানিয়েছিলেন, ‘‌চোট পাওয়া ফুটবলারদের দলে নেব না। নেইমার সদ্য চোট কাটিয়ে ফিরেছে। ও গুরুত্বপূর্ণ প্লেয়ার। ফিট নেইমারকেই দলে চাইব।’‌