আজকাল ওয়েবডেস্ক: কোচের পদ থেকে সরে যাচ্ছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। মাসের শেষে চুক্তি শেষ হয়ে যাবে তাঁর। তারপর আর পুনর্নবীকরণ হবে না। সাত বছর ব্ল্যাক ক্যাপসদের কোচ ছিলেন স্টেড। যথেষ্ট সফল। তাঁর কোচিংয়ে ২০২১ সালে দ্বিতীয় আইসিসি ট্রফি জেতে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারায় কিউয়িরা। নিউজিল্যান্ডকে আরও তিনটে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে তোলেন। ২০১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হারে কিউয়িরা। এরপর ২০২২ টি-২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে উইলিয়ামসনরা। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হারে। টেস্টেও সাফল্য রয়েছে। স্টেডের কোচিংয়ে ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ তে জেতে নিউজিল্যান্ড। যা রেকর্ড। 

স্টেড বলেন, 'গত সাত বছরে অনেক উল্লেখযোগ্য মুহূর্ত রয়েছে। ব্রেন্ডন ম্যাকালাম এবং মাইক হেসন দলকে শক্ত জমির ওপর দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। একটা নির্দিষ্ট খেলার স্টাইল অবলম্বন করেছে। আমি সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ধারাবাহিকতা আনার চেষ্টা করেছি।' টি-২০ এবং একদিনের দলের কোচ হিসেবে থাকতে আর আগ্রহী ছিলেন না তিনি। তবে টেস্ট দলকে কোচিং করাতে রাজি ছিলেন স্টেড। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট তিন ফরম্যাটেই একজন কোচ চাইছে। যার ফলে তাঁকে সরে যেতে হচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে কোচের পদে তাঁকে শেষবারের মতো দেখা যাবে। ৩০ জুলাই এবং ৭ আগস্ট যথাক্রমে দুটো টেস্ট খেলবে কিউয়িরা। তার উত্তরসূরি কে হবে এখনও জানা যায়নি।