আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। শনিবার কলকাতা ডার্বির আগেই শহরে পা রাখতে পারেন দলের নতুন কোচ অস্কার বুজন। তবে ম্যাচে তাঁকে ডাগ আউটে দেখা যাবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেটুকু জানা যাচ্ছে, বড় ম্যাচে দলকে কোচিং করাবেন বিনো জর্জই। অস্কার বড়জোর কিছু পরামর্শ দিতে পারেন।

 

দুই সপ্তাহ আগে কোচ হিসেবে অস্কারের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় স্পেন থেকে এখনও পর্যন্ত কলকাতায় পারেননি তিনি। জানা গিয়েছে, শুক্রবার মধ্য রাতেই শহরে পা রাখার সম্ভাবনা রয়েছে তাঁর। ভিসা নিয়ে যে সমস্যা ছিল তা সম্পূর্ণ ভাবে মিটে গিয়েছে। এখনও শুধু কিছু দরকারি কাগজপত্র হাতে পেলেই বিমানে উঠে পড়বেন তিনি।

 

 

শুক্রবার কলকাতায় পৌঁছে গেলে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের তরফে অস্কার বুজনকে ডাগ আউটে বসানোর একটা চেষ্টা করা হতে পারে। আইএসএলে এখনও পর্যন্ত জয়ের খাতাই খুলতে পারেনি ইস্টবেঙ্গল। সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে বিদায় নিতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতকে। তারপর থেকে সিনিয়র দলকে কোচিং করাচ্ছেন বিনো জর্জ।

 

অন্যদিকে, লিগ টেবিলে চার নম্বরে রয়েছে মোহনবাগান। আগের ম্যাচে মহামেডানকে হারিয়ে এবার আর এক চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর লক্ষ্যে মরিয়া হয়ে নামবে তারা। বড় ম্যাচের বাকি ৪৮ ঘণ্টা। তার আগে ময়দানে ইতিমধ্যেই বাড়ছে উত্তাপ। ফুটবলারদের নিয়ে বৈঠক, অনুশীলন চলছে কোচদের।