আজকাল ওয়েবডেস্ক: দিয়েগো জটার মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে মূহ্যমান ফুটবল বিশ্ব।
তাঁর প্রয়াণ সংবাদ ছুঁয়ে গিয়েছে সতীর্থদেরও। পর্তুগাল জাতীয় দলে তাঁর সতীর্থ ছিলেন জোয়াও কানসেলো ও রুবেন নেভেস।
নেভেসের সঙ্গে জটার সম্পর্কটা ঠিক সতীর্থের নয়। জটার বেস্ট ফ্রেন্ড নেভেস।
ক্লাব বিশ্বকাপে আল হিলাল ও ফ্লুমিনেন্সের মধ্যে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বন্ধু এবং পর্তুগালের জাতীয় দলের সতীর্থ জটাকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন দুই পর্তুগিজ তারকা।
এক মিনিট নীরবতা পালন করা হয় জটা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মরণে। সেই সময়ে কানসেলো ও নেভেসকে কাঁদতে দেখা যায়।
এই তিন সতীর্থ মিলে সম্প্রতি নেশনস লিগ জিতেছেন। তাঁদের মধ্যে বন্ধুত্বের বন্ধন ছিল গভীর।
এক সময়ে কান্না থামাতে পারছিলেন না নেভেস। সতীর্থরা তাঁকে কোনওমতে সামলান। কানসেলো হাঁটু মুড়ে বসে ছিলেন।
ম্যাচের বল গড়ানোর আগে আল হিলালের কোচ সিমোন ইনজাঘি বলেন, ''আমরা সবাই জানি দিনটা খুবই দুঃখের। জটা ও আন্দ্রের সঙ্গে যা ঘটেছে,তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।'' তিনি আরও বলেন, ''আমাদের দুই পর্তুগিজ ফুটবলার নেভেস ও কানসেলো জটা এবং আন্দ্রের খুব কাছের মানুষ। সবার জন্যই খুব কঠিন দিন।''
