আজকাল ওয়েবডেস্ক: একপ্রকার নিঃশব্দে বিয়ে সেরে ফেলেছেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। সেই ছবি সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভক্তরা সকলেই তাঁকে অভিনন্দন এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভক্তরা সকলেই জানতে ইচ্ছুক নীরজ তাঁর বিয়েতে কত টাকা পণ নিয়েছেন। সেই টাকার অঙ্কটা চমকে ওঠার মত। এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নীরজের বাবা-মা জানিয়েছেন, মাত্র এক টাকায় বিয়ে হয়েছে নীরজ এবং হিমানির। কোনও পণ না উপহারও বিনিময় হয়নি দুই পক্ষের মধ্যে। এমনকি, জামাকাপড় পর্যন্ত নয়। হরিয়ানাতে যে পোশাক আশাকে বিবাহ হয়ে থাকে সেভাবেই বিবাহ সম্পন্ন হয়েছে নীরজ এবং হিমানির।
নীরজের পরনে ধুতি-কুর্তা এবং হিমানি পরেছিলেন ঘাগরা। নীরজের পরিবার সূত্রে খবর, ১৪ জানুয়ারি বাগদান পর্ব সারেন নীরজ এবং হিমানি। ১৫ জানুয়ারি প্রথমে গায়ে হলুদ পর্ব, বিকেলে মেহেন্দি এবং ডিজে ফাংশনের মাধ্যমে বিবাহ উদযাপন করেন তাঁরা। ১৬ জানুয়ারি বিকেলে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। দুই পক্ষের পরিবার মিলিয়ে মোট ৬০ জন অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। রবিবার সমাজমাধ্যমে নিজেই সেই ছবি প্রকাশ করেন নীরজ। বিয়ে নিয়ে এর বেশি কিছুই জানাননি তিনি। আচমকা নীরজের বিয়ের ছবি দেখে চমকে যান তাঁর ভক্তরা। সমাজমাধ্যমে নীরজ লেখেন, ‘পরিবারের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। সকলের আশীর্বাদের ফলে আজ এই মুহূর্তে এসে পৌঁছেছি’। একটি ছবিতে দেখা যায় নীরজ এবং হিমানি বিয়ের মন্ত্র পাঠ করছেন।
जीवन के नए अध्याय की शुरुआत अपने परिवार के साथ की। ????
— Neeraj Chopra (@Neeraj_chopra1)
Grateful for every blessing that brought us to this moment together. Bound by love, happily ever after.
नीरज ♥️ हिमानी pic.twitter.com/OU9RM5w2o8Tweet by @Neeraj_chopra1
অন্য একটিতে দেখা যায়, মায়ের থেকে আশীর্বাদ নিচ্ছেন নীরজ। একটি সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমানী হরিয়ানার লারসৌলির বাসিন্দা। পানিপতের লিটল অ্যাঞ্জেল স্কুলে পড়াশোনা। দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরবিদ্যায় স্নাতক। তিনি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন। সাউথইস্টার্ন লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। পেশায় একজন টেনিস খেলোয়াড়ও। তিনি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি আমহার্স্ট কলেজের টেনিস দলের ম্যানেজার।
