আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ। মেগা টুর্নামেন্টের সেরা একাদশ বানিয়ে ফেললেন নভজ্যোৎ সিং সিধু।
সিধুর প্রথম একাদশ বাছাইয়ের পরে তীব্র চর্চা শুরু হয়েছে। যেটা লক্ষণীয়, তা হল সিধু ক্যাপ্টেন করেছেন রোহিত শর্মাকে। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলেন রোহিত। কিন্তু সিধু তাঁকেই বানিয়েছেন অধিনায়ক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে রজত পাতিদারের নেতৃত্বে। শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে পাঞ্জাব কিংস ফাইনালে পৌঁছেছিল। কিন্তু সিধু অবিচল তাঁর সিদ্ধান্তে। ক্যাপ্টেন করেছেন রোহিতকে। তাঁকেই ইনিংস ওপেন করতে নামাবেন। রোহিতের ঝুলিতে এবার ৪১৮ রান।
২০১৪ সাল থেকে রোহিত নেতৃত্ব দেন না মুম্বইকে। কিন্তু সিধুর মতে, জাতীয় দলের অধিনায়ক হিসেবে সফল রোহিত। তাঁর নেতৃত্বেই মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। তাছাড়া খেলাটার উপরে দখল রয়েছে হিটম্যানের। সেই কারণেই সিধুর দলের ক্যাপ্টেন রোহিত।
সেরা একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি। ১৫ ইনিংসে কোহলি করেন ৬৫৭ রান। গুজরাট টাইটান্সের কিপার-ব্যাটার জস বাটলারকে দলে নিয়েছেন সিধু।
এবারের টুর্নামেন্টের সেরা অধিনায়ক শ্রেয়স আইয়ার জায়গা পেয়েছেন সিধুর একাদশে। এছাড়াও নিকোলাস পুরান, হার্দিক ও ক্রনাল পাণ্ডিয়াকে দলে নেওয়া হয়েছে।
এবারের টুর্নামেন্টের সেরা উইকেটশিকারী প্রসিদ্ধ কৃষ্ণা ও নূর আহমেদ ছাড়াও জশ হ্যাজলউড ও জশপ্রীত বুমরাহ জায়গা করে নিয়েছেন সিধুর প্রথম একাদশে।
সিধুর পছন্দের আইপিএলের প্রথম একাদশ-রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, জস বাটলার, শ্রেয়স আইয়ার, নিকোলাস পুরান, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, নূর আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, জশপ্রীত বুমরাহ, জশ হ্যাজলউড।
