আজকাল ওয়েবডেস্ক: মাইকেল ভনের বিরুদ্ধে ক্ষেপে লাল নভজোৎ সিং সিধু। দাবি, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের ভবিষ্যদ্বাণী সবসময় ভুল হয়। ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগে আয়োজকদের এগিয়ে রেখেছিলেন ভন। ভবিষ্যতবাণী করেন, সহজেই সিরিজ জিতবে ইংল্যান্ড। বলেছিলেন, 'ওরা আবার আসছে হারতে।' লিডসে প্রথম দিনের শেষে যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল টিম ইন্ডিয়াকে চালকের আসনে বসানোর পর তাঁকে পাল্টা দিলেন ভারতের প্রাক্তনী। সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ভবিষ্যদ্বাণী নিয়ে কটাক্ষ করেন সিধু। টানেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদাহরণ।
ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে ফেভারিট ঘোষণা করেছিলেন ভন। কিন্তু পাশা উল্টে যায়। অতীতেও ভারত বিরোধী বেশ কিছু মন্তব্য করেন। এবার তার বদলা নিলেন সিধু। ইংল্যান্ডের বোলিং আক্রমণ নিয়েও মশকরা করেন। সিধু বলেন, 'মূর্খরা জল ছাড়াও বাড়ে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী! যা সবসময় ভুল হয়। তোমাদের বোলিং আক্রমণ দেখো। তিনজন ভারতীয় ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ওদের স্পিনারদের মতো মারছে। বস, চিৎকার করে লাভ হয় না। এমনকী মুরগি ডিম পাড়ার সময় আওয়াজ করে। যেন অ্যাস্টেরয়েডের জন্ম দিচ্ছে। আওয়াজ বন্ধ করে কিছু করো। তোমরা দুঃখজনক পরিস্থিতিতে আছো।' সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে আক্রমণ করেন ভারতের প্রাক্তনী। প্রসঙ্গত, টসে জিতে বেন স্টোকসের বল করার সিদ্ধান্তের সমালোচনা করেন ভন। বলেন, বর্তমান ইংল্যান্ড দলের শক্তি বোলিং নয়, ব্যাটিং। লিডসে রোদ ঝলমলে দিনে শুরুতে ব্যাটিং নেওয়া উচিত ছিল ইংল্যান্ডের।
