আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে ৩৩৪ রান করেছে ইংল্যান্ড। জবাবে ভাল জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। এদিকে, ব্রিসবেন টেস্টের প্রথম একাদশে জায়গা পাননি নাথান লায়ন। গাব্বায় তাঁকে বাদ দেওয়ায় প্রকাশ্যে কোচ এবং নির্বাচকের দিকে তোপ দাগলেন নাথান লায়ন।
টেস্টে অভিষেকের পর এই নিয়ে দ্বিতীয়বার ঘরের মাঠে খেলতে পারলেন না। ২০১২–য় ভারতের বিরুদ্ধে প্রথম বার বাদ পড়েছিলেন। গোলাপি বলে টেস্টে ৪৩টি উইকেট থাকা সত্ত্বেও লায়নের উপর বিশ্বাস রাখতে পারেনি অস্ট্রেলিয়া। মাঠে আসার ৩০ মিনিট পর তাঁর বাদ পড়ার কথা জানতে পারেন লায়ন। ম্যাচের আগে দলের বৈঠকে স্টিভ স্মিথ, কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং নির্বাচক জর্জ বেইলির সামনে সেকথা জানতে পারেন লায়ন। এরপরই ক্ষোভ উগড়ে দিয়ে লায়ন বলেন, ‘খুব নোংরা ব্যাপার। তবে আমার কিছু করার নেই।’
এর পরেই কোচ–নির্বাচকদের তোপ দাগেন লায়ন। বলে দেন, ’সত্যি বলতে, এখনও পর্যন্ত রনি (ম্যাকডোনাল্ড) এবং জর্জের সঙ্গে বসিনি। আপাতত নিজের মনের মধ্যে বিষয়টাকে মেনে নেওয়ার চেষ্টা করছি। যাতে অন্য কোনও ভাবে সাহায্য করে মাঠে থাকা সতীর্থদের থেকে সেরাটা বার করে আনতে পারি, সেই চেষ্টা করছি।’
তিনি যে বাদ পড়বেন তা আগে থেকে জানতেন না লায়ন। তবু সাক্ষাৎকারের পরের দিকে কোচ–নির্বাচকদের ঢাকার চেষ্টা করে বলেন, ‘কথাবার্তা ঠিকঠাকই হয়েছে। তবে কোচ আর জর্জের সঙ্গে বসিনি। আশা করি পরে বসব। আমি তো প্রথম নই যাঁকে টেস্ট থেকে বাদ দেওয়া হল। তবে আমি খুবই হতাশ। অস্ট্রেলিয়া দলের হয়ে, বিশেষ করে এই মাঠে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারতাম বলে বিশ্বাস করি।’ এদিকে, নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে নাথান অখুশি সেটা জানি। আমরা মেনেও নিয়েছি। জামাইকাতেও আমাদের সিদ্ধান্তে খুশি হয়নি। ক্রিকেটাররা ম্যাচে প্রভাব ফেলতে পারে বলে যে দাবি করে, তা নিয়ে কোনও ক্ষোভ নেই আমার। অন্য কোনও দলও বেছে নিতে পারতাম আমরা যেখানে ও থাকত। একটা টেস্টের জন্যই এই সিদ্ধান্ত। নাথান অ্যাডিলেডে নিশ্চিতভাবেই খেলবে। আপাতত নিজের মনকে শান্ত করে অ্যাডিলেডের প্রস্তুতি নিক নাথান।’
