আজকাল ওয়েবডেস্ক: বাংলা রঞ্জি ট্রফি থেকে বিদায় নিয়েছে। এই মরশুমে ঘরোয়া ক্রিকেটের শেষ ম্যাচ হয়ে গিয়েছে ইডেনে। কিন্তু হঠাতই কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। একঝাঁক তারকা ক্রিকেটারকে দেখার সুযোগ পেয়ে যাবে শহরের ক্রিকেট ভক্তরা। অনেকটা না চাইতেই পাওয়ার মতো। হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল লাহলি থেকে ইডেনে সরানো হল। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি ক্রিকেটের নন্দনকাননে খেলবেন অজিঙ্ক রাহানেরা। শেষ মুহূর্তে এই পরিবর্তনের কারণ জানায়নি বিসিসিআই। তবে শোনা যাচ্ছে, শীতকালে শিশিরের সমস্যা হয় এইসব জায়গাগুলোতে। যার প্রভাব পড়ে খেলায়। সেই কারণেই ম্যাচের স্থান বদল করা হয়েছে। ইডেনে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক। তিনি বলেন, 'আমরা বিসিসিআইয়ের থেকে জানতে পেরেছি আমাদের কোয়ার্টার ফাইনাল ইডেনে হবে।'
কয়েকদিন আগেই ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে বাংলা। সেই মঞ্চেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ঋদ্ধিমান সাহা। এবার সপ্তাহান্তে একঝাঁক তারকা একত্রিত হবে ইডেনে। মুম্বই দলে রয়েছেন সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে, শিবম দুবে এবং শার্দূল ঠাকুর। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন রাহানে। নেতৃত্বের দৌড়ে ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি সমানভাবে রয়েছেন তিনি। আইপিএলের দেড় মাস আগে তাঁর খেলা দেখার জন্য কি আগ্রহ প্রকাশ করবে কলকাতার ক্রিকেট ফ্যানরা? এককালীন কেকেআরের হয়ে খেলা সূর্যকুমার কি পুরোনো মাঠে ফর্মে ফিরতে পারবেন? বেশ কয়েকটা প্রশ্নের জবাব পাওয়া যাবে ইডেন থেকে।
