আজকাল ওয়েবডেস্ক:‌ বলিউড অভিনেতা এবার আইপিএলে কোচের ভূমিকায়!‌ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মুম্বই ইন্ডিয়ান্স অভিনেতা জ্যাকি শ্রফকে ‘‌স্পিরিট কোচ’‌ হিসেবে নিয়োগ করেছে। 


মাহেলা জয়বর্ধনের পাশাপাশি রোহিত, হার্দিক, সূর্যকুমারদের কোচের ভূমিকায় এবার দেখা যাবে জ্যাকি শ্রফকে। প্রসঙ্গত, পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন ২০২৪ আইপিএলে একেবারেই ভাল ফল করতে পারেনি। রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল হার্দিককে। কিন্তু তিনি ডাহা ফেল। এমনকী দর্শকদের ব্যঙ্গও শুনতে হয়েছিল হার্দিককে। 


এবার নতুন শুরুর ভাবনায় তাই মুম্বই ইন্ডিয়ান্স এই অভিনব পদক্ষেপ নিল। টুর্নামেন্টে ক্রিকেটারদের মনোবল তুঙ্গে রাখতে জ্যাকি শ্রফকে ‘‌স্পিরিট কোচ’‌ করা হল। মুম্বই এবার চাইছে ভয়ডরহীন ক্রিকেট খেলতে।


জ্যাকির কাজ হবে ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করা। মানসিকভাবে রোহিতদের তরতাজা রাখাই দায়িত্বটাই দেওয়া হয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে। বৃহস্পতিবারই সরকারিভাবে এখবর জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।


মুম্বইয়ের রাস্তাঘাট ‘‌প্লে লাইক মুম্বই’‌ পোস্টারে ছেয়ে গেছে। গোটা কাজটাই সেরেছে মুম্বই ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। 


২২ মার্চ কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। ২৩ মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে মুম্বই। খেলা চিপকে।