আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচে মহম্মদ সামির প্রত্যাবর্তন হয়নি। তৃতীয় টি-টোয়েন্টিতে সামি ফিরলেও উইকেট পাননি তিনি। চতুর্থ টি-টোয়েন্টিতে সামিকে বাইরে রেখেই খেলেছে ভারত। সিরিজও জিতে নিয়েছে পুণেতে।

সামি কেমন আছেন? এখনও পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। তার মধ্যে মাত্র একটিতে খেলেছেন বঙ্গপেসার। মর্কেল বলছেন, পঞ্চম টি-টোয়েন্টিতে সামিকে খেলতে ফের দেখা যাবে। তাঁর ফিটনেস নিয়েও সংশয়ের কিছু নেই। মর্কেল বলেছেন, ''সামি খুব ভাল বোলিং করছে। ওয়ার্ম আপে ওর বল ধরার সময়ে দাঁড়িয়েছিলাম। বল ধরার সময় গ্লাভস পড়েও  খুব লাগছিল। পরের ম্যাচে সামি ফের সুযোগ পাবে। পরিস্থিতি কীরকম তা দেখে সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সামি ফিরে আসায় ভালই হয়েছে। ওর অভিজ্ঞতা শেয়ার করা এবং ওর ট্রেনিং সম্পর্কে জ্ঞান তরুণ বোলিং ইউনিটের কাছে বিরাট প্রাপ্তি।''

পুনেতে ভারতের জয়ের পিছনে অবশ্য বড় অবদান হর্ষিত রানার। কনকাশন সাব হিসেবে নেমে তিনি ভারতকে জেতাতে সাহায্য করেছেন। যদিও ভারতের এই জয়ে বিতর্কের রেশ লেগেছে। ব্যাট করার সময়ে শিবম দুবের হেলমেটে বল লেগেছিল। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হন। সাজঘরে যাওয়ার পরে দুবে বলেন, তাঁর মাথায় ব্যথা রয়েছে।

সেই সময়ে শিবম দুবের কনকাশন বিকল্প হিসেবে হর্ষিত রানাকে পাঠানো হয়। যা নিয়ে ইংল্যান্ড শিবির বিরক্ত। ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ম্যাচ রেফারিকে পরিবর্ত হিসেবে নাম দেওয়া হয়েছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছেন।