আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহকে ছাড়াই ভারত টেস্ট ম্যাচ জিততে পারে। অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি শেষের পরে বড় মন্তব্য করে বসলেন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসর। 

গিলের নেতৃত্ব দেখে অভিভূত প্রাক্তন স্পিনার। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে পানেসরের মনে হয়েছে, এই ভারতীয় দল বুমরাহকে ছাড়াই জিততে পারে। 

পানেসর বলেছেন, ''শুভমান গিলের কাছে এই মুহূর্তে বড় ফ্যাক্টর হল, জশপ্রীত বুমরাহকে ছাড়াই টেস্ট জিততে পারে ভারত। এটাই বিরাট বড় প্রাপ্তি। বিশ্বের সেরা বোলার, তাঁকেই কিনা দরকার পড়ছে না গিলের। গিলের নেতৃত্বে এটাই সেরা কৃতিত্ব। বুমরাহকে ছাড়াই ভারত জিতেছে ইংল্যান্ডের মাটিতে।'' 

আরও পড়ুন: বৈভবের শট থেকে কোনওরকমে বাঁচলেন ক্যামেরাম্যান, ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন তারা ...

বুমরাহ বেছে বেছে টেস্ট ম্যাচ খেলায় প্রাক্তনরা তাঁর উপরে বিরক্ত। ইরফান পাঠানের মতো প্রাক্তন বোলার তীব্র সমালোচনা করেছেন বুমরাহর। পানেসর ভারতের চ্যাম্পিয়ন বোলার প্রসঙ্গে বলছেন, ''বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেললে ভাল করবে বুমরাহ। ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য দরকার নেই ওকে। ঘরের মাঠে যে কোনও দলকে ভারত হারাতে পারে বুমরাহকে ছাড়াই। কিন্তু বিদেশের মাটিতে বুমরাহ এক্স ফ্যাক্টর। এটা কিন্তু বুমরাহকে বলা যেতে পারে যে ঘরের মাঠে তোমাকে আমাদের দরকার নেই কিন্তু বিদেশে তোমাকে দরকার হবে।'' 

পানেসর আলাদা করে প্রশংসা করেন মহম্মদ সিরাজের। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার বলেছেন, ''এটাই প্রমাণ করল মহম্মদ সিরাজ এখন আসল লোক এই ভারতীয় দলের বোলিংয়ে। ওকে কেন্দ্র করেই বোলিং আক্রমণ তৈরি করা উচিত। পাঁচটা টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেস নেই বুমরাহর। ইংল্যান্ডে প্রমাণিত হয়ে গেল সিরাজ ম্যাচ জেতাতে পারে ভারতকে।'' 

চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলেন সিরাজ। সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। প্রাক্তনদের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন সিরাজ। সেই সিরাজ এদিন প্রায়শ্চিত্ত করলেন। ক্রিকেট বারবার সুযোগ দেয় না। এক বলের খেলা ক্রিকেট। সেখানে ক্রিকেট আরও একটা সুযোগ দিয়েছিল সিরাজকে। হায়দরাবাদি তারকা সেই সুযোগ দু'হাতে লুফে নেন। ওভালে নিজেকে নিংড়ে দিলেন। তিরিশ ওভার হাত ঘুরিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নিলেন। পঞ্চম দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ডের সাজঘরে জোরালো ধাক্কা দিয়েছিলেন  তিনি। ইংল্যান্ডের শেষটাও হল তাঁরই হাতে। 
ওভালে জেতার জন্য ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল চার-চারটি উইকেট। ভারতের সুযোগ কম। বরং ইংল্যান্ড অ্যাডভান্টেজে বললেও অত্যুক্তি করা হবে না। কিন্তু মহম্মদ সিরাজ অন্যকিছু হয়তো ভেবে রেখেছিলেন। দিনটা তাঁর। ওভাল টেস্টে লেখা থাকবে তাঁর নাম। প্রসিদ্ধ কৃষ্ণা শুরুতেই রান দিয়ে দিলেন একগাদা। চাপ বাড়ল ভারতের উপরে। সিরাজ বল হাতে প্রথমে ফেরালেন স্মিথকে। তার পরে ওভারটন। অন্যদিকে মরিয়া হয়ে উঠেছেন অ্যাটকিনসন। তিনি মারমুখী। এদিকে কৃষ্ণর ইয়র্কারে উইকেট ভাঙল টংয়ের। অ্যাটকিনসনের উইকেট ভেঙে ব্রিটিশ-ভূমে নতুন এক রূপকথা লিখলেন সিরাজ।  

আরও পড়ুন: ক্রিকেটের বাইরেও কোহলির মধ্যে রয়েছে এই চারটি গুণ, এত দিনে প্রকাশ্যে আনলেন মাহি