আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে নানা মুণির নানা মত। তাঁর প্রিয় বন্ধু এবি ডিভিলিয়ার্স বলেছেন, হৃদয়ের কথাকেই গুরুত্ব দিয়ে টেস্ট থেকে অবসর নিয়েছে কোহলি।
এবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার যা বললেন, তা চমকে দেওয়ার মতো। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে মন্টি পানেসর বলেন, ''আমি ভেবেছিলাম কোহলি খেলবে। ইংল্যান্ডও প্রত্যাশা করছিল কোহলি খেলবে। কিন্তু এভাবে যে সরে যাবে, তা আমিও ভাবতে পারিনি। আমি অবাক হয়েছি। কিন্তু ঘটনা হল, অফ স্ট্যাম্পের বাইরের বল...হয়তো ওর সঙ্গে কথা হয়েছে বোর্ডের। ওরা বলেছিল, প্রথম দুটো টেস্ট যদি রান না পাও, তাহলে পাঁচটা টেস্ট খেলার প্রত্যাশা করো না। সেই কারণে হয়তো কোহলিও ভেবেছে ঠিক আছে আমি অবসর নিয়ে নিই। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিই।''
আসন্ন টেস্ট সিরিজের ফলাফল কী হবে, তা জানতে চাওয়া হয়ছিল পানেসরের কাছে। তিনি বলেন, সব কিছু নির্ভর করছে করুণ নায়ার কেমন খেলে তার উপরে। পানেসর বলেছেন, ''করুণ নায়ার কেমন পারফর্ম করে, তার উপরে নির্ভর করছে অনেককিছু। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ডাবল হান্ড্রেড করেছে করুণ। মিডল অর্ডারে শুভমান গিল ও করুণ নায়ার কেমন খেলে, তার উপরে নির্ভর করছে অনেককিছু।''
