আজকাল ওয়েবডেস্ক:‌ এক্সিকিউটিভ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। কিন্তু সচিব অসুস্থ থাকায় ওইদিন বৈঠক ভেস্তে যায়। যা নিয়ে সদস্যরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি। অবশেষে জানানো হল পরিবর্তিত দিন। মোহনাবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক হবে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার ক্লাব তাঁবুতে। দুপুর সাড়ে তিনটে থেকে। একদিন পরেই যুবভারতীতে মোহনবাগান খেলবে ওড়িশার বিরুদ্ধে। জিতলেই লিগ শিল্ড মোহনবাগানের ঘরে।


মোহনবাগানে নির্বাচনের দামামা বেজে গেছে। বার্ষিক সাধারণ সভায় সদস্যরা নির্বাচন নিয়ে সোচ্চার হয়েছিলেন। এই পরিস্থিতিতে সোমবার ফের নোটিস দিয়ে এক্সিকিউটিভ কমিটি বৈঠকের নতুন দিন জানিয়ে দিল মোহনবাগান। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মিটিংয়ের বিষয় একই থাকছে। অর্থাৎ নির্বাচনের দিন জানা যেতে পারে শনিবারের বৈঠকে। 


এটা ঘটনা, ২৮ মার্চ শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। ফলে নির্বাচনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। বার্ষিক সাধারণ সভায় সদস্যরা নির্বাচনের দাবিতে রীতিমতো সোচ্চার হন। এখন দেখার ২২ ফেব্রুয়ারির মিটিংয়ে নির্বাচনের দিন চূড়ান্ত হয় কিনা।