আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। রাজ্যেও ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। আর এবার এই ঘটনার আঁচ পড়ল কলকাতা ময়দানেও। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুই দলের সিনিয়র দলের মধ্যে মরসুমের প্রথম ডার্বি ছিল এটাই। মুখিয়ে ছিলেন সমর্থকরাও। সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের আগের দিন হঠাৎই ডুরান্ড কর্তৃপক্ষের তরফে ঘোষণা করে দেওয়া হল রবিবার ম্যাচ হচ্ছে না।
ডার্বি বাতিল করে দেওয়া হল। দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হবে। জানানো হয়েছে, আরজি করের ঘটনার কারণে শহরজুড়ে অতিরিক্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কারণে বর্তমানে বড় ম্যাচ করানোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, ডুরান্ড কমিটি সেনা নিরাপত্তায় ম্যাচ করাতে চাইলেও তাতে রাজি হয়নি রাজ্য প্রশাসন। এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছে দুই দলের সমর্থকরা। বেশিরভাগের মতে, রবিবার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে প্রতিবাদ করা হত আরজি করের ঘটনার।
‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিফো নামানোর সম্ভাবনা ছিল। সেই প্রতিবাদ আটকাতেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। তবে তাতেও দমে না গিয়ে রবিবার যুবভারতীর বাইরেই জমায়েতের ডাক দিয়েছে দুই ক্লাবের একাধিক ফ্যানবেস। জানা গিয়েছে, বিকেল পাঁচটা থেকে যুবভারতীর বাইরে জমায়েত করবেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। পালতোলা নৌকো এবং মশাল একসঙ্গে মিছিল করবে আরজি করের ঘটনার প্রতিবাদে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ফ্যানক্লাবের তরফে রবিবার মিছিলের ডাক দেওয়া হয়েছে।
