আজকাল ওয়েবডেস্ক: খেলা শেষের বাঁশি সবে বেজেছে। মোহনবাগানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বেঙ্গালুরু এফসি। কিন্তু তাও মনে অনুশোচনা নেই। ভাল খেলেও লিস্টনের বিশ্বমানের গোল এবং মরশুমের সবথেকে কঠিন প্রতিপক্ষের কাছে হার মানতে হয়েছে। ম্যাচের পর লিস্টন কোলাসোকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান বেঙ্গালুরু এফসি কোচ জেরার্ড জারাগোজা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেও সেই কথাই জানালেন তিনি বললেন, ‘লিস্টনের গোলটা দেখার মত। গুরপ্রীতের কিছু করার ছিল না। মোহনবাগান যে কেন লিগ টেবিলে সবার ওপরে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল’। বাগান সমর্থকদেরও প্রশংসা করলেন তিনি।
জানালেন, ‘পরিবেশটা দারুণ ছিল। মোহনবাগান সমর্থকরা প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে জানে। সুনীলের মত খেলোয়াড়কেও শ্রদ্ধা করে। ইউরোপিয়ান ফুটবলে যেরকম ম্যাচ হয় সেরকম খেলেছে দু’দল। ৪২,০০০ সমর্থকের সামনে ম্যাচ খেলাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। ৭০ মিনিট যে ওদের চুপ করিয়ে রাখতে পেরেছিলাম সেটা খানিকটা হলেও আমার কাছে বড় সাফল্য’। তার সঙ্গে তিনি এও জানিয়ে দেন, ‘লিগ শিল্ড জিতবে মোহনবাগানই। দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে সাত পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। বাগানকে আগাম অভিনন্দন। আমার স্বীকার করতে অসুবিধা নেই যে আমরা আর শিল্ড জেতার দৌড়ে নেই।
আমার প্রধান লক্ষ্য যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফে ওঠা। সেখানে আমরা সবাইকে দেখাতে চাই আমরা কী করতে পারি’। উল্লেখ্য, জোড়া ড্রয়ের পর সোমবার প্রায় ৪২ হাজার সমর্থকের উপস্থিতিতে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের সরণিতে ফেরে সবুজ মেরুন। সোমবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলদাতা লিস্টন কোলাসো। গোলের পর উচ্ছ্বাসে জার্সি, ভেস্ট খুলে কর্নার ফ্লাগের কাছে গিয়ে সেলিব্রেশন করেন লিস্টন। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট হোসে মলিনার দলের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট ৩৩।
