আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। এবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হল। শুক্রবার মালেশিয়ায় কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বের ড্র হয়। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান। কলকাতার প্রধানের সঙ্গে একই গ্রুপে আছে কাতারের আল ওয়াকরা এসসি, আইআর ইরানের ট্রাক্টর এফসি এবং তাজিকিস্তানের এফসি রাভশান এফসি। আইএসএলের লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার ছাড়পত্র সংগ্রহ করে মোহনবাগান। আগের বছর এএফসি কাপ গ্রুপ স্টেজে তিন নম্বরে শেষ করার নক আউট পর্বে যেতে পারেনি। এবার সেটাই পাখির চোখ হোসে মোলিনার।‌

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে মোট ৩২টি দল অংশ নেবে। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। তারমধ্যে চারটে পশ্চিমের গ্রুপ, বাকি চারটে পূর্বের। প্রত্যেক গ্রুপে চারটে করে দল। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটো দল শেষ ষোলোয় যাবে। সেই পর্বের ম্যাচগুলো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হবে। মার্চে কোয়ার্টার ফাইনাল। এপ্রিলে সেমিফাইনাল। ১৭ মে ২০২৫ ফাইনাল। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফায়ারে হারায় এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নেবে ইস্টবেঙ্গল। যা এএফসির তৃতীয় টায়ারের টুর্নামেন্ট। এর ড্র ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।