আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ চ্যানেলে এবং হিন্দি ভাষায় সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ২-এ। এছাড়াও, যারা মোবাইল বা অনলাইন মাধ্যমে ম্যাচ উপভোগ করতে চান, তারা জিওহটস্টার অ্যাপের মাধ্যমে এই ফাইনাল ম্যাচটি লাইভস্ট্রিম করতে পারবেন।
একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট, যারা ঘরের মাঠে খেলতে নামছে, অন্যদিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি বেঙ্গালুরু এফসিও। টুর্নামেন্টের এগারো বছরের ইতিহাসে এখনও পর্যন্ত ঘরের মাঠে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়নি কোনও দল। এই তালিকায় রয়েছে এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান। ২০১৫, ২০১৬, ২০১৭ আইএসএলে যথাক্রমে ঘরের মাঠে ফাইনাল হারে গোয়া, কেরল এবং বেঙ্গালুরু। এই জাল থেকে বেরোতে পারেনি মোহনবাগানও। তবে এবার আর পিছনে তাকাতে চান না হোসে মলিনা।
অতীত নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন তিনি। লক্ষ্য শুধু এগিয়ে চলা। পাখির চোখ আইএসএল কাপ। তাঁর সবচেয়ে বড় মোটিভেশন লিগ শিল্ড জয়। মলিনা বলেন, ‘অতীতে কী হয়েছে সেই নিয়ে আমি ভাবি না। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা সবার ওপরে আছি। আমরা লিগ শিল্ড জিতেছি। এটাই আমাদের মোটিভেশন। আইএসএল কাপ জেতার জন্য উদগ্রীব। ছেলেরা তেতে রয়েছে। আগের বছর ফাইনালে হার থেকে বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই। আমরা ১০০ শতাংশ মোটিভেটেড। আমরা ইতিহাস রচনা করতে চাই’।
