আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার গভীর রাতে শহরে এসেছেন। তিনি যে বড় ভরসা তা কলকাতা বিমানবন্দরে মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস দেখেই বোঝা গিয়েছিল। এবার ডুরান্ড কাপের জন্য দিমিত্রি পেত্রাতোসের রেজিস্ট্রেশন করাল মোহনবাগান। সঙ্গে সদ্য শহরে আসা আরও দুই বিদেশি জেসন কামিংস ও জেমি ম্যাকলারেনের নামও ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করাল মোহনবাগান সুপারজায়ান্টস। এই নিয়ে ডুরান্ড কাপের জন্য ২৮ জন ফুটবলারকে নথিভুক্ত করাল মোহনবাগান সুপারজায়ান্টস কর্তৃপক্ষ। আরও দুই ফুটবলারকে নথিভুক্ত করাতে পারবে তারা।


জানা গেছে, দিমিত্রি খেলবেন ৯ নম্বর জার্সিতে। ম্যাকলারেন ২৯ ও কামিংস ৩৫ নম্বর জার্সিতে।


ইতিমধ্যেই ডুরান্ডে দুটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। দুটিতেই এসেছে জয়। প্রথম ম্যাচ মহমেডান ও দ্বিতীয় ম্যাচ বিএসএফ। এসেছে সহজ জয়। তবুও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত নয় বাগানের। শনিবার গ্রুপের শেষ ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। তারাই দুটি ম্যাচ জিতেছে। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে তারা। তাই শেষ আটে যেতে হলে জিততেই হবে মোহনবাগানকে। 

 

আরও পড়ুন:‌ লন্ডনের রাস্তায় ঘুরছেন ‘‌বৃদ্ধ’‌ বিরাট, ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া


ডুরান্ডে এবার রয়েছে ৬ গ্রুপ। প্রতি গ্রুপের সেরা দল যাবে শেষ আটে। আর সেরা দ্বিতীয় দুটি দল উঠবে। তাই শনিবার ড্র বা হারলেও বাগানের সুযোগ থাকবে দ্বিতীয় সেরা হয়ে ডুরান্ডের কোয়ার্টারে যাওয়ার। 


গত বার ডুরান্ডে রানার্স হয়েছিল বাগান। তার আগের বার ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন। একমাত্র গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। তাই শহরে ফিরতেই আর দেরি নয়। তিন অজি তারকাকেই ডুরান্ডের জন্য চুক্তিবদ্ধ করে ফেলল মোহনবাগান সুপারজায়ান্টস। 

ডুরান্ডের প্রথম ম্যাচে দায়িত্ব সামলেছিলেন বাস্তব রায়। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই ডাগআউটে দেখা গেছে মোলিনাকে। তাঁর কোচিংয়ে গত বার লিগ শিল্ড ও আইএসএল ট্রফি জিতেছিল মোহনবাগান। 

 

আরও পড়ুন:‌ ওভাল টেস্টে চোট পান আরও এক ভারতীয় ক্রিকেটার, অবশেষে এল প্রকাশ্যে, জানুন কে তিনি ...


তবে ডুরান্ড জিততে কামান দাগার পক্ষপাতী নন মোলিনা। তিন অজি তারকাকে নথিভুক্ত করালেও সবাইকে যে প্রথম এগারোয় রাখবেন তা নিশ্চিত নয়। তাছাড়া ডুরান্ডের দুই ম্যাচে লিস্টন কোলাসো অসাধারণ ফুটবল খেলেছেন। বিশাল কাইথও তিনকাঠির তলায় ফর্মে। মনবীরও দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন। 

এদিকে জানা গেছে আইএসএল শুরুর আগেই এবার হবে সুপার কাপ। চলতি মরশুমে চলছে এই টুর্নামেন্ট। সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে সুপার কাপ। বৃহস্পতিবার আইএসএলের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সম্মিলিত বৈঠকে‌ এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭–১০ দিনের মধ্যে আবার বৈঠক ডাকা হবে। সুপার কাপের তারিখ, ফরম্যাট এবং রূপরেখা নির্ধারিত হবে সেই মিটিংয়ে। সুপার কাপের ঘোষণার পাশাপাশি কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছেন, আইএসএল হবেই। তবে দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। আইএসএলের অনিশ্চয়তার জন্য একাধিক ক্লাব প্লেয়ার এবং কোচিং স্টাফদের বেতন দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই তালিকায় আছে বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি‌‌। আরও অনেক ক্লাবই তাঁদের পদাঙ্ক অনুসরণ করবে। কিন্তু এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি ফেডারেশনের সভাপতি। কল্যাণ চৌবে বলেন, ‘‌ফুটবলার এবং স্টাফদের বেতন দেওয়া ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত। আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না। সমস্ত শীর্ষস্থানীয় লিগেই এমন হয়।’‌