আজকাল ওয়েবডেস্ক: এবারের 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত করা হবে স্বপন সাধন (টুটু) বোসকে। আগামী বছর 'মোহনবাগান রত্ন' সম্মান দেওয়া হবে অঞ্জন মিত্রকে। চলতি বছরে ২৯ জুলাই নেতাজি ইন্ডোরে মোহনবাগান দিবসে মোহনবাগানের প্রাক্তন প্রেসিডেন্ট টুটু বাবুর হাতে তুলে দেওয়া হবে এই রত্ন-সম্মান।

শনিবার কর্মসমিতির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাব প্রেসিডেন্ট দেবাশিস দত্ত জানিয়ে দেন, এবারের 'মোহনবাগান রত্ন' টুটু বোস। নতুন সচিব সৃঞ্জয় বোস বলেন, ''আমার বাবাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে, তাই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।''

মোহনবাগান আর টুটু বোস সমার্থক। ক্লাব বিপদে পড়লেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন অর্থের ঝুলি হাতে। সবেতেই তিনি পথপ্রদর্শক। হাল আমলে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গাটছড়া বাধাঁতেও তিনি পথ দেখান ক্লাবকে। সঞ্জীব গোয়েঙ্কার হাতে ফুটবল দলের দায়িত্ব তুলে দেওয়ার পরে আকাশছোঁয়া সাফল্য সবুজ-মেরুনের। বিদেশি প্লেয়ার সই করানো থেকে শুরু করে ব্যালট পেপারে ভোট দেওয়ার পদ্ধতি, সবেতেই টুটু বোস আধুনিক। 

এবার 'মোহনবাগান রত্ন' কাকে প্রদান করা হবে, তা নিয়ে ঝড় উঠতে পারে কর্মসমিতির বৈঠকে, এরকম একটা কথা শোনা যাচ্ছিল ময়দানে। কেউ বলছিলেন কম্পটন দত্ত হতে পারেন এবারের 'মোহনবাগান রত্ন'। আবার কেউ বলছিলেন, মানস ভট্টাচার্য ও বিদেশ বসুকে দেওয়া হতে পারে 'মোহনবাগান রত্ন'। আবার এরকমও শোনা যাচ্ছিল, টুটু বোস ও অঞ্জন মিত্রকে মোহন-রত্ন সম্মানে ভূষিত করা হলে কোনও পক্ষেরই অসন্তোষ হবে না। মোহনবাগান প্রেসিডেন্ট দেবাশিস দত্ত স্বয়ং 'মোহনবাগান রত্ন' হিসেবে ঘোষণা করে দিলেন টুটু বোসের নাম।  

তিনি ক্লাবের প্রাণপুরুষ। এবারের মোহনবাগান নির্বাচনের আগে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। তবে টুটু বোসের মতো ব্যক্তিত্বকে কি কেবল মোহনবাগানের পদ আর চেয়ারের মধ্যে আটকে রাখা সম্ভব? তিনিই তো আসল রত্ন মোহনবাগানের। এবার মোহনবাগান দিবসে টুটু বোসকেই 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত করা হবে। আগামী বছরের ঘোষণা এবারই জানিয়ে দেওয়া হল। অঞ্জন মিত্রকে সম্মানিত করা হবে 'মোহনবাগান রত্ন' সম্মানে।