আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান দল। ২ অক্টোবর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ মেরুনের। মাঝে মাত্র একদিন বাকি। কিন্তু দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল ম্যানেজমেন্ট। মোহনবাগান খেলতে না যাওয়ায় ম্যাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল। জানানো হয়েছে, মূলত নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই মুহূর্তে সেই দেশে খেলতে যাওয়া নিরাপদ মনে করছেন না ফুটবলাররা। সিনিয়র এবং জুনিয়র দলের ফুটবলার মিলে মোট ৩৫ জনের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে এএফসিতে। সেই চিঠির কপি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেও পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, নিরাপত্তার জন্যই এই মুহূর্তে ইরানে খেলতে যেতে চাইছেন না ফুটবলাররা। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে খেলতে যেতে কোনও সমস্যা নেই তাঁদের। সেটা উল্লেখ করে বিকল্প একটি তারিখে ম্যাচ রাখার অনুরোধ জানানো হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। নয়তো এই ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে। 

সোমবার এএফসি এবং ফেডারেশনে চিঠি পাঠানো হয়েছে। তার কোনও জবাব এখনও আসেনি। এদিন দলের প্র্যাকটিস রাখা হয়নি। ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল। পরিস্থিতি তেমন হলে, সোমবার দল নিয়ে উড়ে যেতেন হোসে মোলিনা। কিন্তু শেষপর্যন্ত মোহনবাগান দল ইরানে যাচ্ছে না। মঙ্গলবার থেকে যুবভারতীতে মহমেডান ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন কামিন্স, পেত্রাতোসরা। বেঙ্গালুরুতে বড় হারের মুখে পড়তে হয় মোহনবাগানকে। দাঁড়াতেই পারেনি কলকাতার প্রধান। সেই ধাক্কা কাটিয়ে আইএসএলে আবার জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের।