আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে যাচ্ছে না মোহনবাগান। অষ্টমীর রাতে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ সবুজ মেরুনের। রবিবার সকালে যুবভারতীতে প্র্যাকটিস করে দুবাই হয়ে ইরানে যাওয়ার কথা ছিল দলের। কিন্তু বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার জন্য তাঁদের ইরানে যাওয়া সম্ভব হবে না। মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করেও সেই সমস্যা মেটাতে পারেনি। শেষমেষ শুধু দেশীয় ফুটবলার নিয়ে ইরানে যেতে চায় না ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত যা খবর, ইরানে যাচ্ছে না মোহনবাগান। আগের বছরও এমনই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চায়নি। শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে তাঁরা। নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়। এএফসির কাছে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল মোহনবাগান। শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।

এদিকে আইএফএ শিল্ডে খেলবে মোহনবাগান। শনিবার সন্ধেয় চিঠি পাঠিয়ে আইএফএকে জানিয়ে দেওয়া হল। সিনিয়র দলই শিল্ড খেলবে। প্রথম দলের ছ'জন‌ ফুটবলার জাতীয় শিবিরে চলে যাওয়ায় প্রাথমিকভাবে শিল্ডে খেলতে চায়নি মোহনবাগান। কিন্তু শনিবার এই নিয়ে কোচ হোসে মোলিনার সঙ্গে আলোচনা করে ম্যানেজমেন্ট। মোলিনা শিল্ড খেলতে আগ্রহ প্রকাশ করেন। এই টুর্নামেন্টেকে সুপার কাপের প্রস্তুতি হিসেবে নিতে চান মোহনবাগান কোচ। এদিন দুপুর দুটো পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল মোহনবাগানকে। কিন্তু সেই সময়ের মধ্যে ক্লাবের পক্ষ থেকে আইএফএকে কিছু জানানো হয়নি। তাই অন্যান্য দলকে খেলানোর চেষ্টা শুরু করে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। ইস্টবেঙ্গল, গোকুলাম, নামধারী এফসির খেলা নিশ্চিত। খেলতে পারে পাঞ্জাব এফসিও। তাঁদের সঙ্গে কথা হয়েছে সচিব অনির্বাণ দত্তের। শনিবার রাতের মধ্যে তাঁদের জানিয়ে দেওয়ার কথা। তবে এদিন সন্ধেয় মোহনবাগান অংশগ্রহণে সম্মতি দেওয়ায় এখনও শিল্ডে চারটে দলের খেলা নিশ্চিত। সুতরাং, শিল্ডেই আরও একটি ডার্বি হতে পারে। নিজেদের মাঠ, কিশোর ভারতী স্টেডিয়াম এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ম্যাচ খেলতে চায় মোহনবাগান। 

প্রসঙ্গত, মোহনবাগানের জন্য ২৭ সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছিল আইএফএ। তারপরই শতাব্দীপ্রাচীন ক্লাবের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। প্রথমে আইএফএ শিল্ডে খেলতে চায়নি মোহনবাগান। খেললেও জুনিয়র দল নামানোর কথা ভাবা হয়। কিন্তু শিল্ডে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মূল দলকে খেলাতে চাইছিল আইএফএ। বৃহস্পতিবার শিল্ডের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আইএফএর। ক্লাবগুলোকে এদিন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে অংশগ্রহণ প্রসঙ্গে কিছু জানানো হয়নি। এদিকে সবুজ মেরুন সাপোর্টাররা আইএফএকে চিঠি দেয়। মেরিনার্স বেস ক্যাম্প এবং আলট্রাস মোহনবাগানের পক্ষ থেকে অনুরোধ যায় সচিব অনির্বাণ দত্তর কাছে। মোহনবাগানের জন্য আইএফএ শিল্ডে একটি স্লট খালি রাখার লিখিতভাবে অনুরোধ করা হয়। তাঁদের ধারণা ছিল, সিদ্ধান্ত বদলে শেষপর্যন্ত আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান। তাই হল। শিল্ডকে সুপার কাপের প্রস্তুতি হিসেবে নেবেন মোলিনা।