আজকাল ওয়েবডেস্ক: বড় ম্যাচের ২৪ ঘণ্টা আগে উত্তপ্ত কলকাতা ময়দান। এতটাই উত্তপ্ত যে দুই ক্লাব এক জায়গায় সাংবাদিক সম্মেলনও করল না। আর বড় ম্যাচের আগে সবুজ মেরুনের ওপর এদিন পাল্টা চাপ দিয়েই রাখলেন লাল হলুদের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ। এখনও পর্যন্ত আইএসএলে একটা ম্যাচও জেতেনি ইস্টবেঙ্গল।
বিনো বলেন, 'আমাদের কোনও চাপ নেই, চাপ হয়তো মোহনবাগানের আছে। ওদের কলকাতা লিগেও হারিয়েছি। আগের বার সুপার কাপেও হারিয়েছি। আমাদের এবার ভাল টিম হয়েছে। ওদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি।' এবার ইস্টবেঙ্গলের ডিফেন্সে মূল অস্ত্র দুই প্রাক্তন মোহনবাগানি হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলি। বিনো জর্জ এদিন সাফ জানিয়ে দিয়েছেন, দুজনেই মোহনবাগানের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন।
দলের খেলা নিয়ে তাঁর বক্তব্য, 'জামশেদপুরের বিরুদ্ধে শেষ ম্যাচে আমরা অনেক আক্রমণ করেছি, তাও ফলাফল আমাদের পক্ষে আসেনি। এই ধরনের ম্যাচে গোল করাটাই আসল। কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা আমরা খুঁটিয়ে দেখছি, সেটাকে সমাধান করার চেষ্টাও করছি। আমার এখন প্রধান কাজ ফুটবলারদের মানসিক ভাবে চাঙ্গা রাখা।'
ময়দানের প্রবাদ, বড় ম্যাচে কেউ এগিয়ে থেকে শুরু করে না। ইস্টবেঙ্গল গত চার ম্যাচে খাতা না খুলতে পারলেও ডার্বিতে দুই দলই সমান সমান। খাতায় কলমে মোহনবাগান এগিয়ে থাকলেও ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিনো জর্জ জানিয়ে রাখলেন, 'আমরা ডার্বি দিয়েই খাতা খুলতে চাই। তিন পয়েন্ট তোলাটাই মূল লক্ষ্য।'
