আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু'দিন। ৪৮ ঘণ্টার পেরোলেই ডার্বি। মরশুমের দ্বিতীয়। তবে কলকাতা লিগের ডার্বি নিয়ে শহরবাসীর উৎসাহ ছিল না। ডুরান্ড ডার্বিকে কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছে। শুক্রবার সকাল এগারোটা থেকে দুই ক্লাবতাঁবু থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েও লাইনে দাঁড়াচ্ছে দুই দলের সমর্থকরা। আশা, জেমি ম্যাকলারেন, দিমিত্রিয়স ডিয়ামানটাকোসদের মহারণের সাক্ষী থাকা। কিন্তু আদৌ সমর্থকদের সেই আশা কি পূর্ণ হবে? এখনও সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। ম্যাকলারেনকে নিয়ে সমস্যায় মোহনবাগান। অস্ট্রেলিয়ান বিশ্বকপারের ঘাড়ের চোট চিন্তায় ফেলে দিয়েছে মোলিনাকে। কোনও সময় নষ্ট না করেই মঙ্গলবার তাঁকে মুম্বই পাঠানো হয়েছিল। আবার রাতেই ফিরে আসেন। কিন্তু তাঁকে কি ডার্বিতে পাওয়া যাবে? এখনও বোঝা যাচ্ছে না।
স্বাধীনতা দিবসের দিন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস না থাকলেও পুরোদমে ডার্বির প্রস্তুতি সারেন হোসে মোলিনা। বৃহস্পতিবার অনুশীলনে হাজির ছিলেন ম্যাকলারেন। কিন্তু বল প্র্যাকটিস করেননি। যা উদ্বেগের। সাইক্লিং করেন। ডার্বির আগে তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে অজি বিশ্বকাপারের অভিশেষ হয়নি। ডার্বিতেই প্রথম নামার কথা তাঁর। ম্যাকলারেনের সঙ্গে দিমিত্রি পেত্রাতোসের জুটি দেখার অপেক্ষায় বাগান ভক্তরা। চলতি মরশুমে বড় ম্যাচেই প্রথম নামবেন দিমি। কলকাতায় আসার পর দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন তিনি। তবে পরিস্থিতি যা তাতে হয়তো রবিবার শুরুতে কামিন্স-পেত্রাতোস জুটিকেই দেখা যেতে পারে। পরে নামানো হতে পারে জেমিকে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। এখনও হাতে ৪৮ ঘণ্টার একটু বেশি সময় আছে। অন্যদিকে এএফসি কাপের হার ঝেড়ে ফেলে শুক্রবার থেকে ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ছে ইস্টবেঙ্গল। তবে হিজাজি মাহেরের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে কার্লেস কুয়াদ্রাতকে। পুরো নব্বই মিনিট খেলার মতো জায়গায় নেই ক্লেইটন সিলভাও। ডার্বির আগে দুই শিবিরেই আতঙ্ক চোট।
স্বাধীনতা দিবসের দিন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস না থাকলেও পুরোদমে ডার্বির প্রস্তুতি সারেন হোসে মোলিনা। বৃহস্পতিবার অনুশীলনে হাজির ছিলেন ম্যাকলারেন। কিন্তু বল প্র্যাকটিস করেননি। যা উদ্বেগের। সাইক্লিং করেন। ডার্বির আগে তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে অজি বিশ্বকাপারের অভিশেষ হয়নি। ডার্বিতেই প্রথম নামার কথা তাঁর। ম্যাকলারেনের সঙ্গে দিমিত্রি পেত্রাতোসের জুটি দেখার অপেক্ষায় বাগান ভক্তরা। চলতি মরশুমে বড় ম্যাচেই প্রথম নামবেন দিমি। কলকাতায় আসার পর দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন তিনি। তবে পরিস্থিতি যা তাতে হয়তো রবিবার শুরুতে কামিন্স-পেত্রাতোস জুটিকেই দেখা যেতে পারে। পরে নামানো হতে পারে জেমিকে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। এখনও হাতে ৪৮ ঘণ্টার একটু বেশি সময় আছে। অন্যদিকে এএফসি কাপের হার ঝেড়ে ফেলে শুক্রবার থেকে ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ছে ইস্টবেঙ্গল। তবে হিজাজি মাহেরের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে কার্লেস কুয়াদ্রাতকে। পুরো নব্বই মিনিট খেলার মতো জায়গায় নেই ক্লেইটন সিলভাও। ডার্বির আগে দুই শিবিরেই আতঙ্ক চোট।
