আজকাল ওয়েবডেস্ক: ডার্বির পরে মিনি ডার্বি জয়। এবার অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়র লিগে। মহমেডানের জুনিয়র দলকে ৫-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক সহ চার গোল করেন রাজদীপ পাল। অন্য গোলটি ঐশিক রায় চৌধুরীর। মেগা হোক বা মিনি ডার্বি, চলতি মরশুমে বড় ম্যাচের রং পাকাপাকিভাবে সবুজ মেরুন হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগের ডার্বি জেতে মোহনবাগান। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারায়। হ্যাটট্রিক করেন রাজদীপ পাল। অন্য গোলটি করেন রোহিত। ৭২ ঘণ্টার মধ্যে জোড়া হ্যাটট্রিক রাজদীপের।  ইস্টবেঙ্গলের পর মহমেডানের বিরুদ্ধে। পরপর দুটো ডার্বিতে হ্যাটট্রিক করলেন তরুণ ফুটবলার। সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে করলেন চার গোল। 

শনিবার মহমেডান স্পোর্টিং‌কে ২-১ গোলে হারায় মোহনবাগানের অনূর্ধ্ব-১৭ দল। জোড়া গোল করেন প্রেম হাঁসদাক।‌ ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের কলকাতা অঞ্চলে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। জোনাল পর্বে জিতে ফাইনাল রাউন্ডের যোগ্যতাঅর্জন করে। তার তিনদিনের মধ্যেই আবারও সাদা কালো ব্রিগেডকে হারাল বাগানের জুনিয়ররা। তরতরিয়ে ছুটছে সবুজ মেরুনের পালতোলা নৌকা। সেটা জুনিয়র হোক, বা সিনিয়র। আইএসএলের টেবিলেও একনম্বরে মোহনবাগান। লিগ শিল্ড জেতা শুধু সময়ের অপেক্ষা।