আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয়। বুধবার অনূর্ধ্ব-১৩ এআইএফএফ সাব জুনিয়র লিগে সাদা কালো ব্রিগেডকে ১১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। জোড়া গোল করেন নীরব রায় এবং রাজ মুদি। একটি করে গোল করেন সিধু সোরেন, অনুব্রত বাউল দাস, কার্তিক হেমব্রম, সৈয়দ বশির আনোয়ার, জিয়ন হাঁসদা, সাগ্নিক কুণ্ডু এবং অর্চিশমো পাল। অতীতে কোনও বয়সভিত্তিক কলকাতা ডার্বিতে এত গোলে জেতার রেকর্ড কোনও দলের আছে কিনা জানা নেই। ডার্বি হোক বা মিনি ডার্বি, সর্বত্র বাগানের জয়জয়কার। সেটা সিনিয়র হোক বা জুনিয়র। ইস্টবেঙ্গল, মহমেডান সবাইকে হারিয়ে এগিয়ে চলেছে সবুজ মেরুনের পালতোলা নৌকা। 

মাত্র ২৪ ঘণ্টা আগেই মহমেডানকে হারায় মোহনবাগান। ডার্বির পরে মিনি ডার্বি জেতে। অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়র লিগে মহমেডানের জুনিয়র দলকে ৫-০ গোলে উড়িয়ে দেয় সবুজ মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক সহ চার গোল করেন রাজদীপ পাল। অন্য গোলটি ঐশিক রায় চৌধুরীর। চলতি মরশুমে বড় ম্যাচের রং পাকাপাকিভাবে সবুজ মেরুন হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগের ডার্বি জেতে মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারায়। হ্যাটট্রিক করেন রাজদীপ পাল। ১৪ ম্যাচে ৩১ গোল করে ফেলেছেন বঙ্গতনয়। এছাড়াও রয়েছে ১০টি অ্যাসিস্ট।‌ দীর্ঘমেয়াদী চুক্তির জন্য রাজদীপের সঙ্গে কথা চালাচ্ছে মোহনবাগান।