আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকটা ম্যাচ। কোনও অঘটন না ঘটলে এবারেও লিগ শিল্ড উঠবে মোহনবাগানের হাতেই। তবে সেদিকে এখন তাকাতে চাইছেন না বাগান কোচ হোসে মলিনা। আপাতত লক্ষ্য শুধু পাঞ্জাব ম্যাচ। মহামেডানকে হারানোর পর কোনও ছুটি নেই ফুটবলারদের। রবিবার থেকেই অনুশীলনে নেমে পড়বে দল। তবে সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে দলের খেলায় তিনি খুশি সেটা একবাক্যে স্বীকার করে নিলেন তিনি। বললেন, 'দলের খেলায় আমি সত্যিই খুশি। তবে সুযোগ ছিল আরও গোল করার। তবে যেকোনও ম্যাচেই এরকম হতে পারে। আমার কাছে সবথেকে বড় হল সুযোগ তৈরি হচ্ছে কিনা। সুযোগ তৈরি করতে পারলে গোল এমনিই আসবে।'
দলের অন্যতম প্রধান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আর শুভাশিস বসুর গোল সংখ্যা বর্তমানে সমান। বাগান ডিফেন্ডাররা মিলে এখনও পর্যন্ত ১৪টি গোল করে ফেলেছেন। মলিনা জানালেন, 'ডিফেন্ডাররা গোল করছেন সেটা সত্যিই স্বস্তির বিষয়। তবে ওপরের দিকের ফুটবলারদেরও গোল করতে হবে। গত ম্যাচেও সুযোগ পেয়েছে স্ট্রাইকাররা, কিন্তু গোল পায়নি। কামিংসকে একটা নতুন জায়গায় খেলাচ্ছি। ও সেখানে মানিয়ে নিয়েছে, গোল না পেলেও অ্যাসিস্ট করছে।' চলতি আইএসএলে চারটি কলকাতা ডার্বির চারটিতেই ক্লিন শিট রেখেছে মোহনবাগান।
সে কারণে ডিফেন্ডারদের প্রশংসাও করেছেন মলিনা। এত কিছুর পরেও আত্মতুষ্টি নয়। বাগানের হেড কোচ সাফ জানিয়ে দিলেন, 'লিগ শিল্ড এখনও নিশ্চিত নয়। পাঁচটা ম্যাচ এখনও বাকি। পরের ম্যাচ পাঞ্জাব এখন প্রধান লক্ষ্য।' কার্ড সমস্যায় পাঞ্জাব ম্যাচে আপুইয়া এবং আলড্রেডকে পাবে না মোহনবাগান। তবে দলের বেঞ্চ অত্যন্ত শক্তিশালী। থাপার চোট না সারলেও দীপক টাংরি, অভিষেক সূর্যবংশীর মত ফুটবলাররা রয়েছেন ওই পজিশনে। প্রতিপক্ষকে হালকা ভাবে না নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মলিনা।
