আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের প্রথম দুই ম্যাচে অনায়াসে জয় তুলে নেওয়ার পর আজ মরশুমের প্রথম অগ্নিপরীক্ষার মুখে মোহনবাগান। ঐতিহ্যশালী টুর্নামেন্টের গ্রুপের শেষ ম্যাচে ডায়মন্ড হারবারের মুখোমুখি সবুজ মেরুন ব্রিগেড। সরাসরি নক আউটের ছাড়পত্র সংগ্রহ করতে হলে জিততেই হবে। ড্র করলে কোয়ার্টার ফাইনালে চলে যাবে ডায়মন্ড হারবার। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে কিবু ভিকুনার দল। সুতরাং, ম্যাচ ড্র হলে বা মোহনবাগান হারলে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে সমস্ত গ্রুপ মিলিয়ে দ্বিতীয় সেরা দল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এত অঙ্ক কষতে চান না হোসে মোলিনা। সরাসরি জিতে শেষ আটে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে ডায়মন্ড হারবার ম্যাচের আগে বেশ সমস্যায় বাগান কোচ। মরশুম শুরুতেই দলে চোট সমস্যা। পাঁচজনকে পাওয়া যাবে না। এই তালিকায় রয়েছেন মনবীর সিং, কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং অ্যালবার্তো রড্রিগেজকে। তবে কোনও অজুহাত দিতে চান না মোলিনা। যারা রয়েছে তাঁদের ওপরই বিশ্বাস রাখতে চান।

দিমিত্রি পেত্রাতোস দলের সঙ্গে যোগ দিলেও, মাত্র একদিনের প্র্যাকটিসে তাঁর খেলার সম্ভাবনা নেই। সেটা স্পষ্ট জানিয়ে দেন বাগান কোচ। তবে নতুন মরশুমে বাগান জার্সিতে আবার পথ চলা শুরু হবে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের। দু'জনকেই এদিন কিছুক্ষণের জন্য নামাতে চান বাগান কোচ। মোলিনা বলেন, 'ডায়মন্ড হারবার ম্যাচে দিমি নেই। মাত্র একদিন অনুশীলন করেছে। এই অবস্থায় ওকে মাঠে নামানো যাবে না।' প্রতিপক্ষ যেমন কঠিন, তেমন বিপক্ষ কোচও সমান টক্কর দেবেন। মোহনবাগানের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে কিবুর। বাগানে শেষ আই লিগ এসেছে তাঁর হাত ধরেই। সেই বিষয়ে অবগত মোলিনা। তাই দলের পাশাপাশি বিপক্ষের কোচকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন। মোলিনা বলেন, 'ডায়মন্ড হারবার ভাল দল। ওরা জেতার চেষ্টা করবে। ওরা আমাদের সমস্যায় ফেলতে পারে। কিন্তু আমাদের দল ভাল। আমি কিবুকে চিনি। জানি মোহনবাগান ওর কোচিংয়ে আই লিগ জিতেছে। তাই ওকে এই ক্লাবের কিংবদন্তি বলা যায়। ম্যাচটা ভাল হবে। তবে আশা করছি আমরাই জিতব।' 

এবার মরশুমের প্রথম ম্যাচ থেকেই ছন্দে লিস্টন‌ কোলাসো। দুই ম্যাচেই জোড়া গোল করে ফেলেছেন। তারমধ্যে রয়েছে ফ্রিকিক থেকে একটি গোল। দু'বারই ম্যাচের সেরা হন। স্বপ্নের শুরু বলা যায়। তৃতীয় ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান গোয়ান‌ তারকা। তবে নিজের গোল নয়, দলের জয়ই আসল তাঁর কাছে। লিস্টন বলেন, 'আমি এবার মরশুমের শুরু থেকেই গোল পাচ্ছি। অবশ্যই খুব খুশি। তবে আমার গোলের থেকেও গুরুত্বপূর্ণ দলের জয়। আমার গোল পাওয়া বড় বিষয় নয়। দল জিতলেই খুশি।' লিস্টন মেনে নেন, ম্যাচটা কঠিন হবে। প্রথম দুই ম্যাচের সঙ্গে কোনও তুলনা করতে চান না। লিস্টন বলেন, 'ডায়মন্ড হারবার ম্যাচটা কঠিন হবে। আমি ওদের প্রথম ম্যাচটা দেখেছি। দলে অভিজ্ঞ ফুটবলার রয়েছে। আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে।' শনিবার মোহনবাগান জিতলেই ১৭ আগস্ট ডার্বি নিশ্চিত। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল।